05 October, 2025

যেতে হবে না আধার সেন্টার, ঘরে বসেই কীভাবে বদলাবেন নাম, ঠিকানা?

Image Credits: Getty Images

TV9 Bangla Desk

২০২৫ সালের নভেম্বর থেকে আধার কার্ডের ঠিকানা, নাম, জন্মতারিখ ও মোবাইল নম্বর সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ বদলে যাচ্ছে।

ইউআইডিএআই একটি নতুন অনলাইন সিস্টেম আনছে, যার ফলে বেশিরভাগ আপডেটের জন্য আর আধার সেন্টারে ছুটতে হবে না।

খুব দ্রুত ঘরে বসেই আপনার গুরুত্বপূর্ণ তথ্য বদলানো যাবে। কাগজপত্র কমানো ও পরিষেবা দ্রুত করাই লক্ষ।

নতুন সিস্টেমে তথ্য যাচাইয়ের জন্য বারবার নথি আপলোড করার ঝামেলা থাকবে না।

প্যান, পাসপোর্ট, এবং রেশন কার্ডের মতো সরকারি ডেটাবেসের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ক্রস-ভেরিফাই করা হবে আপনার তথ্য।

শিগগিরই আসছে এক নতুন মোবাইল অ্যাপ। এতে একটি কিউআর কোড-সহ ডিজিটাল আধার কার্ড পাওয়া যাবে।

এর ফলে কোথাও ফটোকপি দেওয়ার প্রয়োজন হবে না।

আপনি যদি কেবল ঠিকানা পরিবর্তন করতে চান, তবে সুবর্ণ সুযোগ। ১৪ জুন, ২০২৬ পর্যন্ত 'myAadhaar' পোর্টালে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

আপনার মোবাইল নম্বরটি আধারের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। কারণ প্রতিটি সংশোধনের জন্য ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক।