27 September, 2025
মাল্টিনেশন ইভেন্টে ভারত-পাক ফাইনালের রেকর্ড জানেন?
Image Credits: PTI
TV9 Bangla Desk
অপরাজিত থেকে এশিয়া কাপের ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। আর এশিয়া সেরা হওয়ার শেষ লড়াইয়ে ভারত নামতে চলেছে পাকিস্তানের মুখে।
এশিয়া কাপ ২০২৫ ফাইনাল
এ বারের এশিয়া কাপ সূর্যর ভারত শুরু করেছিল সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জয় দিয়ে।
UAE ম্যাচ দিয়ে শুরু করেছিল ভারত
গ্রুপ পর্বে UAE-র পর পাকিস্তান, ওমানকেও হারিয়েছে ভারত। এরপর সুপার-৪-এ ফের পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকেও হারায় ভারত।
ভারতের ম্যাচ
মাল্টিনেশন টুর্নামেন্টের ফাইনালে ভারত ও পাকিস্তান ৫বার মুখোমুখি হয়েছে। ভারতের জয় ২ বার, পাকিস্তানের জয় ৩ বার।
ভারত-পাক হেড টু হেড
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত ও পাকিস্তান ১৫ বার মুখোমুখি হয়েছে। তাতে ভারতের জয় ১১ বার। পাকিস্তানের জয় ৩ বার। ১ ম্যাচ টাই।
আন্তর্জাতিক টি-২০-তে ভারত-পাক
১৯৮৫ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জিতেছিল ভারত।
ভারত-পাকিস্তান ফাইনালে সাক্ষাৎ
শারজায় পাকিস্তান ১৯৮৬ ও ১৯৯৪ সালে ভারতকে যথাক্রমে ১ উইকেট এবং ৩৯ রানে হারিয়েছিল।
অস্ট্রাল-এশিয়া কাপ
২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-২০ বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ৫ রানে জিতেছিল।
টি-২০ বিশ্বকাপ
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ১৮০ রানের বড় ব্যাবধানে ভারতের বিরুদ্ধে জিতেছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফি
বড়মার মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থা চালু, কবে-কোন সময় পাবেন?
ঘুরবে ভাগ্যের চাকা, দুর্গাপুজোর পঞ্চমীর দিন যদি করেন এ কাজ
রাতভর ঠাকুর দেখে বাড়ি ফিরে মেক আপ তুলছেন তো! নইলে মুশকিলে পড়বেন
আরও ওয়েব স্টোরি