সোনার মেয়ে রিচা ঘোষ সিএবি ও রাজ্য সরকার থেকে কোন কোন পুরস্কার পেলেন?
Image Credits: Mamata Banerjee Facebook
TV9 Bangla Desk
বাংলার হয়ে প্রথম বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন রিচা ঘোষ। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত সক্কলে। শনিবার ইডেনে এক নজরকাড়া অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় সিএবি ও রাজ্য সরকারের পক্ষ থেকে।
ঝুলিভর্তি উপহার
বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানায় সিএবি। এরপর সোনার তৈরি ব্যাট এবং বল উপহার দেওয়া হয় রিচাকে।
সিএবির পক্ষ থেকে...
ইডেনে সংবর্ধনা জ্ঞাপনের মঞ্চে রিচাকে সংবর্ধনা দেন সৌরভ ও ঝুলন গোস্বামী। সেই সংবর্ধনা অনুষ্ঠানে টলিউড তারকারাও উপস্থিত ছিলেন।
রিচাকে সংবর্ধনা সৌরভ-ঝুলনদের
এ বারের ওডিআই বিশ্বকাপ ফাইনালে রিচা ঘোষ করেন ৩৪ রান। সিএবির পক্ষ থেকে তাঁকে যে চেক হাতে তুলে দেওয়া হয় তাতে দেওয়া হয় ৩৪ লক্ষ টাকা।
আর্থিক পুরস্কার
সিএবির পক্ষ থেকে রিচাকে সোনার ব্যাট ও বল দিয়ে সংবর্ধনা তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সিএবির জয়েন্ট সেক্রেটারি মদন ঘোষ মিষ্টি তুলে দেন রিচার হাতে।
পুরস্কারের বন্যা
রাজ্য সরকারের পক্ষ থেকে বিশ্বজয়ী রিচা ঘোষকে সোনার চেন দেওয়া হয়। তা রিচার গলায় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোনার চেন
রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ করা হয়েছে রিচাকে। সেই নিয়োগপত্র রিচার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ডিএসপি
রিচাকে বঙ্গভূষণ সম্মান জানানো হয়। তাঁর হাতে ট্রফিও তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া মমতাকে ফ্রিডম ট্রফির রেপ্লিকা দেন সৌরভ। রিচাকে সেই ট্রফি হাতে তুলে দেন মমতা।
বঙ্গবিভূষণ
ঝুলন থেকে শুরু করে সৌরভ এবং মুখ্যমন্ত্রী মমতা সক্কলে রিচার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। রিচাকে আগামীতে দেশের ক্যাপ্টেন হিসেবে দেখতে চান সৌরভ ও মমতা, সে কথাও ওই অনুষ্ঠানে তাঁরা বলেন।