08 NOVEMBER, 2025

দাগ, ব্রণ, রুক্ষভাব— সব সমস্যার সমাধান করবে সজনে পাতা

Image Credits:  Pinterest, Canva 

TV9 Bangla Desk

শীত এলে ত্বক হয় রুক্ষ, টানটান, উজ্জ্বলতা হারায়। আর এই সময়েই সজনে পাতা হয়ে উঠতে পারে ত্বকের সবচেয়ে ভাল বন্ধু। 

শীতের স্কিনকেয়ারে সজনে...

 শীত এলে ত্বক হয় রুক্ষ, টানটান, উজ্জ্বলতা হারায়। আর এই সময়েই সজনে পাতা হয়ে উঠতে পারে ত্বকের সবচেয়ে ভাল বন্ধু।

সজনে পাতা যখন ত্বকের বন্ধু

সজনে পাতার মধ্যে রয়েছে বেশ ভাল পরিমাণে ভিটামিন E। যা ত্বককে নরম এবং হাইড্রেটেড রাখে।

ত্বকের রুক্ষভাব কমায়

সজনে পাতা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। যা ত্বকের রুক্ষ, শুষ্কতা কমায় এবং স্বাভাবিক গ্লো ফিরিয়ে আনে।

উজ্জ্বলতা বাড়ায়

সজনে পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ বিরাট। তাই এই পাতা বেঁটে লাগালে ব্রণর জীবাণু দমন হয়। এটি খেলে শরীরের ভেতরের টক্সিন কমে, ত্বক ভাল থাকে।

ব্রণ কমাতে সাহায্য করে

সজনে পাতার মধ্যে রয়েছে ভিটামিন C। যা ত্বকে কোলাজেন বাড়িয়ে যে কোনও দাগ হালকা করে।

ডার্ক স্পট ও পিগমেন্টেশন কমায়

সজনে পাতার অ্যান্টি-এজিং গুণ ফাইন লাইন ও রিঙ্কল কমাতে সাহায্য করে। কোষ পুনর্গঠন বাড়িয়ে ত্বককে টানটান রাখে।

ত্বকের বয়সের ছাপ কমায়

এই পাতার অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ চুলকানি ও র‍্যাশ কমাতে কার্যকর। এবং প্রাকৃতিক ক্লেনজার হিসেবে কাজ করে। এটি ত্বকের ময়লা ও তেল জমাট পরিষ্কার করে উজ্জ্বলতা আনে।

ঠান্ডাজনিত র‍্যাশ কমায়

 সজনে পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে মাস্ক লাগাতে পারেন। শুকনো সজনে পাতার গুঁড়ো দইয়ের সঙ্গে মিশিয়ে ট্যান রিমুভার হিসেবে ব্যবহার করতে পারেন। সজনে পাতা জুস করে প্রতিদিন ১–২ চামচ খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

ব্যবহার