18 September, 2025

বিগ বসে কে কত টাকা পাচ্ছেন? 

Image Credits:Instagram

TV9 Bangla Desk

 তথ্য তাই বলছে। জানা গিয়েছে, ‘অনুপমা’ ধারাবাহিক খ্যাত গৌরব, প্রতি সপ্তাহে ১৭.৫ লক্ষ টাকা করে পাচ্ছেন বিগ বসে। অর্থাৎ দিনে গৌরবের পারিশ্রমিক ২.৫ লাখ টাকা।

গৌরব খান্না

বিগ বসে পা দেওয়ার পর থেকেই সবার নজর কেড়ে নিচ্ছেন অমল মালিক। কখনও গান গেয়ে, কখনও কূটনৈতিক চাল চেলে। কখনও আবার তানিয়া মিত্তলের সঙ্গে রসায়নে। তথ্য বলছে, অমল সপ্তাহে পাচ্ছেন ৮.৭৫ লাখ টাকা অর্থাৎ দিনে ১.২৫ লাখ টাকা।

অমল মালিক

টিভির পর্দায় বেশ জনপ্রিয় অসনূর। ‘পাটিয়ালা বেব্স’ নামে ধারাবাহিকে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয় হন। তথ্য বলছে, অসনূর প্রতি সপ্তাহে পাচ্ছেন ৬ লাখ টাকা।

অসনূর কউর

সোশাল মিডিয়ার সেনসেশন হলেন অওয়েজ দরবার। এই ডান্স ডিরেক্টরের ইতিমধ্য়েই বিগ বসের অন্দর মহলে হইচই ফেলে দিয়েছেন। তথ্য বলছে, তিনি পাচ্ছেন ৬ লাখ টাকা।

অওয়েজ দরবার

রিয়্যালিটি শো জেতাটা তাঁর হাতের মুঠোয়। হ্য়াঁ, বসির আলির ম্যাজিকই এমন। এর আগে ‘স্প্লিটসভিলা’ রিয়্যালিটি শোয়ের চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তাই সোশাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যাও প্রচুর। প্রতি সপ্তাহে ৩-৬ লাখ টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি।

বসির আলি

কুমার শানুর সঙ্গে সম্পর্কের জন্য বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী। এই রিয়্যালিটি শো-তেও নজর কাড়ছেন তিনি। সপ্তাহে ২-৪ লাখ টাকা পারিশ্রমিক তাঁর।

কুনিকা সদানন্দ

তিনি সোশাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়। ফলোয়ার সংখ্যাও প্রচুর। প্রতি সপ্তাহে পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন ৪-৬ লাখ টাকা।

মৃদুল তিওয়ারি 

‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর মতো গল্প তাঁর লেখা। বেশ কিছু ছবিতে অভিনয়ও করেছেন তিনি। জ়িশান প্রতি সপ্তাহে পাচ্ছেন ২-৫ লাখ টাকা।

জিশান কাদরি

সলমন কিন্তু একেবারে বিন্দাস সঞ্চালক। রেয়াত দেন না কাউকে। কেউ যদি রোজকার টাস্ক না পারেন, তাহলে এক হাত নেন তিনি। 

কোন কোন খাবার মুড ভাল করে?