18 September, 2025

জানেন মল্লিক বাড়ির পুজোর এই বিশেষ রীতি?

Image Credits: Social Media 

TV9 Bangla Desk

কোয়েল মল্লিক, টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী। তবে পুজোর সময় তাঁকে পাওয়া বেজায় কঠিন। কারণ একটাই মল্লিক বাড়ির দুর্গাপুজো। ভবানীপুরের এই বনেদি বাড়ির পুজো নিয়ে সাধারণের মনে কৌতূহলের পারদ সর্বদাই তুঙ্গে থাকে। 

রঞ্জিত মল্লিক থেকে শুরু করে কোয়েল, নিসপাল রানে, সকলেই পুজোর ক'দিন তাই বেজায় ব্যস্ত থাকেন। এ'কদিন বিভিন্ন সেলিব্রিটিদের আনাগোনাও দেখা যায় এই মল্লিক বাড়িতে। 

এই পুজোর বিশেষত্ব হল বৈষ্ণরীতি মেনে এখানে পুজো করা হয়। এখানে কোনও বলি প্রথা নেই। পুজোর কয়েকদিন এখানে নিরামিষ খাওয়া হয়। একেবারে দশমীর দিন আমিষ খাওয়ার নিয়ম রয়েছে। 

শোনা যায় জন্মাষ্টমীর পর থেকেই এখানে আর আমিষ খাওয়া হয় না। একটা সময় ছিল যখন বাড়িতে কামান দাগার পরই পুজো শুরু হতো। তবে বর্তমানে তা অতীত। 

পুজোর কদিন তাই পরিবার নিয়েই ব্যস্ত থাকে মল্লিক পরিবার। TV9 বাংলার সঙ্গে কথা প্রসঙ্গে কোয়েল বললেন, এই কদিন আমাদের সঙ্গে বাবাও যেন শৈশবে ফিরে যান।

এখানেই শেষ নয়, তাঁর কথায়, ছোট থেকেই পুজোর কটাদিন আমাদের কাছে ভীষণ আনন্দের। কখন বাড়ির সামনে গিয়ে ফুচকা খাওয়া হবে। আমি তো ফুচকার প্রতিযোগিতায় ফাস্ট। 

মজার ছলে জানালেন, তিনি নাকি ৫০টা ফুচকা একসঙ্গে খেয়ে নিতে পারেন। আজও পরিবারের ছবিটা এক। ছোটবেলার প্রতিটা ঘরে ঘরে প্রসাদ দেওয়া, ঢাকের তালে মজা করা, সবটাই চলতে থাকে। 

১০০ বছরের পুরোনো এই পুজো। প্রতিবছর যত্নের সঙ্গে এই পুজোর আয়োজন করে থাকেন তাঁরা। পুজোর কদিন তাই মল্লিক বাড়ি জমজমাট। আর এবার কোয়েলের আনন্দ দ্বিগুণ। 

কোয়েল মল্লিকের কোল আলো করে এসেছে কন্যা সন্তান। এবার তার প্রথম পুজো। তাই মেয়েকে নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। মেয়ের শপিং শেষ। ছেলে এখন বেশ বুঝতে শিখেছে। দেখেছে টিভির পর্দায় মায়ের মহিষাসুরমর্দিনী রূপও।