20  September, 2025

দীপিকাকে কেন ছেড়েছিলেন রণবীর কাপুর?

Image Credits:  instagram 

TV9 Bangla Desk

বনশালির সাঁওয়ারিয়া ছবি থেকে সবে বলিউডে পা দিয়েছেন ঋষি কাপুর ও নীতু কাপুর পুত্র রণবীর। প্রথম ছবি হিট না করলেও, চকোলেট বয় রণবীর মেয়েদের মনে ঝড় তোলেন।

বলিউডে রণবীর

এখন তো কন্যাসন্তান নিয়ে সুখের সংসার। তবে রণবীরের এই লম্বা প্রেমিকার কথা অস্বীকার করেন তাঁর মা নীতু কাপুর।

ছেলের প্রেম নিয়ে নীতু কাপুর

রণবীরের ছিল একটাই গার্লফ্রেন্ড, তাঁর নাম দীপিকা পাড়ুকোন। নাহ, নীতু কাপুরের একথা গুঞ্জন নয়। বরং এক সাক্ষাৎকারে নীতু জানিয়ে ছিলেন এমনটাই।

রণবীরের দীপিকা

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। রণবীরের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর দীপিকা এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছিলেন।

রণবীর-দীপিকার ব্রেকআপ

দীপিকার কথায়, সেই সম্পর্কে রণবীর নাকি মোটেই সিরিয়াস ছিলেন না। উলটে, তাঁকে ঠকিয়ে ছিলেন।

দীপিকা কী বলেছিলেন?

 দীপিকার এই কথাকে একেবারেই ফুৎকারে উড়িয়ে দেন রণবীরের মা নীতু কাপুর। তিনি স্পষ্ট বলেন, রণবীর মোটেই ওরকম নয়। আসলে, রণবীর দীপিকার সঙ্গে যখন সম্পর্কে ছিল, তখন একটু স্পেশ চাইছিল।

নীতু কাপুর কী বলেন?

একটু প্রাইভেসি চেয়েছিল। দীপিকা সেটা দিতে পারেনি। আমার মনে হয়, এই কারণে রণবীর বিরক্ত হয়ে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসে। তবে রণবীর কিন্তু একেবারেই প্লেবয় ছিল না।

রণবীর কি প্লেবয়?

শোনা যায়, প্রথম থেকেই নাকি দীপিকাকে খুবই অপছন্দ করতেন নীতু কাপুর। একেবারেই চাইতেন না রণবীরের ঘরনি হোক দীপিকা।

দীপিকাকে অপছন্দ নীতুর

রণবীরকে সত্যিই ভালবাসতেন দীপিকা। জানা যায়, এই ব্রেকআপ মেনে নিতে না পেরে অবসাদও গ্রাস করেছিল দীপিকাকে।

দীপিকার অবসাদ