19 September, 2025

বোনকে হারিয়ে নেশায় ডুব, কেমন ছিল জুবিনের জীবন?

Image Credits:  Instagram 

TV9 Bangla Desk

জুবিন গর্গের আচমকা মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। ভাবতেই পারছেন না তাঁদের প্রিয় গায়কের এমন মৃত্যু হবে। 

জুবিনের মৃত্যু

সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন জুবিন। শুক্রবার সেখানেই পারফর্ম করার কথা ছিল জুবিনের। 

কেন গিয়েছিলেন সিঙ্গাপুরে?

অনুষ্ঠানের আগে সিঙ্গাপুরে স্কুবা করতে যান জুবিন। জানা যায়, স্কুবা করার সময় হঠাৎ বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় সমুদ্রের জলে ভাসতে থাকেন।

স্কুবা করার সময় কী ঘটল?

তারপর হাসপাতালে নিয়ে গেলেই মৃত্যু হয় জুবিনের। অন্যদিকে জুবিনের স্ত্রী জানিয়েছেন, স্কুবা ডাইভিংয়ের সময় মৃগীতে আক্রান্ত হয়েই মৃত্যু হয় জুবিনের।

স্ত্রী কী জানাল?

মেঘালয়ের তুরায় জন্ম হয় জুবিনের। তিন বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন জুবিন। মায়ের কাছেই তাঁর প্রথম গান শেখা। পরে ১৯৯২ সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন তিনি।

জুবিনের কেরিয়ার

বিতর্কে জুবিন

বার বার নানা কারণে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। কখনও মঞ্চে উঠে গালিগালাজ, কখনও নেশাগ্রস্ত হয়ে অনুষ্ঠান। বহুবার জুবিনের এমন কাজ তাঁকে খবরের শিরোনামে নিয়ে এসেছিল।

জুবিনের বোন ছিলেন অহমিয়া ছবির অভিনেত্রী। একটি ছবির শুটিং থেকে ফেরার সময় পথদুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। বোনের সেই মৃত্যু ভুলতে পারেননি জুবিন।  নিয়তি দেখুন, জুবিনেরও প্রাণ গেল দুর্ঘটনাতেই। 

এক নিয়তির গল্প

জুবিনের বোন ছিলেন অহমিয়া ছবির অভিনেত্রী। একটি ছবির শুটিং থেকে ফেরার সময় পথদুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। বোনের সেই মৃত্যু ভুলতে পারেননি জুবিন।  নিয়তি দেখুন, জুবিনেরও প্রাণ গেল দুর্ঘটনাতেই। 

এক নিয়তির গল্প