কোন নায়িকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ? – TV9Bangla
24 September, 2025
কোন নায়িকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ?
TV9 Bangla Desk
সলমনের খানের প্রেমিকার তালিকা বেশ লম্বা। কখনও সঙ্গীতা বিজলানি, তো কখনও সোমি আলি। কখনও আবার শিবার প্রেমে মত্ত হয়েছিলেন সল্লু মিয়াঁ। তবে ঐশ্বর্য রাইয়ের সমুদ্র নীল চোখেই যেন ট্রু লাভ খুঁজে পেয়েছিলেন বলিউডের দাবাং খান।
কখনও আবার শিবার প্রেমে মত্ত হয়েছিলেন সল্লু মিয়াঁ। তবে ঐশ্বর্য রাইয়ের সমুদ্র নীল চোখেই যেন ট্রু লাভ খুঁজে পেয়েছিলেন বলিউডের দাবাং খান।
আর তাই তো এখনও ঐশ্বর্যর কথা উঠলে আবেগে চক চক করে ওঠে সলমনের চোখ। অবশ্য মাঝে ক্যাটরিনাকেও মন দিয়েছিলেন তিনি। তবে সে সম্পর্কও বেশদিন টেকেনি।
তবে জানেন কি এসব নায়িকা ছাড়াও, বলিউডের আরও এক নায়িকার প্রেমে পড়েছিলেন সলমন? আর শুধুই কী প্রেম, মাঝরাতে তাঁর বাড়ির সামনে গিয়ে চিৎকার করে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন ভাইজান।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সালটা ১৯৯৬ সাল। সঞ্জয়লীলা বনশালি এন্ট্রি নিলে বলিউডে। প্রথম ছবি 'খামোশি'। এই ছবিতেই জুটি বেঁধে ছিলেন সলমন ও মণীশা কৈরালা।
জনপ্রিয় এক বিনোদনমূলক ম্য়াগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, এই ছবির শুটিংয়ের সময়ই নাকি মণীশাকে মন দিয়েছিলেন সলমন।