25 SEP 2025

প্রেমের চিহ্ন রাখতে লাভ বাইট দিচ্ছেন? প্রেমিকার জীবনে  কোন বিপদ ডেকে আনছেন জানেন?

credit: Getty Images

TV9 Bangla Desk

প্রেম করলে তার চিহ্ন তো থাকবেই। তা ছাড়া শরীরে একটু আধটু ভালবাসার চিহ্ন রাখতে ভালবাসেন অনেকেই। ঠিক যেমন অনেকে পছন্দ করেন লাভ বাইট রাখতে। গভীর আদরের সময় সঙ্গীর লাভ বাইট কে না পছন্দ করেন বলুন।

কোনও নির্দিষ্ট স্থানে প্রায় ২০-৩০ সেকেন্ড ধীরে হালকা কামড় দিলে বা চামড়া মুখে টেনে ধরে থাকলে কিংবা দীর্ঘক্ষণ চুম্বন করলে সেই স্থান লাল বা বেগুনি কিংবা কালশিটে পড়ার মতো হয়ে যায়।

এমনিতে লাভ বাইট পেয়ে মন যতই খুশি হোক না কেন, আপনার স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলতে পারে জানেন? স্ট্রোক থেকে শুরু করে প্যারালাইসিস রয়েছে সাঙ্ঘাতিক সব ভয়।

চিকিৎসকরা জানাচ্ছেন, আপনার ভালবাসার সাক্ষর বহনকারী হিকি বা লাভ বাইট কিন্তু আপনার সঙ্গীর জন্য ভয়ানক হতে পারে। লাভ বাইট দেওয়ার সময় আমাদের ত্বকের নিচে থাকা ছোট ছোট রক্তনালী ফেটে যায়।

ফলে সেই জায়গায় জমাট রক্ত হয়ে দাগ দেখা দেয়। সাধারণত এগুলো ক্ষতিকর নয় এবং কয়েকদিনে নিজে থেকেই সেরে যায়। তবে কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যা হতে পারে

চামড়ায় রক্ত জমাট বাঁধায় নীলচে-লালচে দাগ হয়, যা দেখতে কেটে যাওয়ার মতো লাগে। যেখানে লাভ বাইট দেওয়া হয়েছে, সেখানে চাপ দিলে ব্যথা বা হালকা ফোলা থাকতে পারে।

ত্বকের কালো দাগ - ব্যথা বা ফোলা

যদি ত্বকে আগে থেকেই কোনও কাটাছেঁড়া বা ক্ষত থাকে, মুখের জীবাণু গিয়ে সেখানে সংক্রমণ ঘটাতে পারে। সংবেদনশীল ত্বকে চুলকানি, র‍্যাশ বা লালচে দাগ হতে পারে।

সংক্রমণের ঝুঁকি

খুব জোরে কামড় দিলে চামড়ার নিচের স্নায়ুতে চাপ পড়ে সাময়িক অসাড়তা বা ঝিনঝিন ভাব দেখা দিতে পারে। যাদের রক্ত পাতলা করার ওষুধ খেতে হয় বা সহজে রক্ত জমাট বাঁধে না, তাদের ক্ষেত্রে দাগ অনেকদিন থেকে যেতে পারে বা আরও ছড়িয়ে যেতে পারে।

স্নায়ুতে চাপ

খুব কম হলেও মেডিক্যাল জার্নালে এমন কিছু কেস পাওয়া গেছে যেখানে ঘাড়ে লাভ বাইট থেকে ধমনীতে রক্ত জমাট বেঁধে স্ট্রোক পর্যন্ত হয়েছে। সাধারণত লাভ বাইট বিপজ্জনক নয়, যদি দাগ দীর্ঘদিন না সারে, তাহলে তীব্র ব্যথা, অতিরিক্ত ফোলা, রক্তক্ষরণ বা অস্বাভাবিক সমস্যা দেখা দেয়।

বড় দুর্ঘটনা