পুজোর সময় অনেকেই হাতে বাড়তি গ্ল্যামার যোগ করতে নেল এক্সটেনশন করান। কিন্তু একবার এক্সটেনশন করিয়ে নিলে সেটি সুন্দর ও টেকসই রাখতে কিছু বিশেষ যত্নের দরকার হয়। রইল সেই টিপস।
নেল এক্সটেনশন বেশি সময় জলের সংস্পর্শে থাকলে আঠা ঢিলে হয়ে যেতে পারে। বাসন ধোয়া, কাপড় কাচা বা দীর্ঘ সময় স্নানের সময় চেষ্টা করুন গ্লাভস ব্যবহার করতে।
জল-সাবান এড়িয়ে চলুন
বাড়ির কাজ যেমন ডিটারজেন্টে কাপড় কাচা, রান্নার কাজ বা বাগান করার সময় সবসময় গ্লাভস ব্যবহার করুন। এতে নখে কোনও কেমিক্যাল বা শক্ত পদার্থ সরাসরি লাগবে না এবং এক্সটেনশন দীর্ঘদিন ভালো থাকবে।
হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন
নখের আশেপাশের কিউটিকল ও ত্বক নিয়মিত কিউটিকল অয়েল বা হ্যান্ড ক্রিম দিয়ে ময়েশ্চারাইজ করলে এক্সটেনশনও হেলদি থাকবে। শুকনো ত্বক থেকে নখ দুর্বল হয়ে যেতে পারে।
নিয়মিত ময়েশ্চারাইজ করুন
নখ দিয়ে বোতল খোলা, টেপ ছেঁড়া, কিংবা কোনও শক্ত কিছু আঁচড়ানো থেকে বিরত থাকুন। এতে এক্সটেনশন সহজে ভেঙে যাবে বা ফেটে যাবে।
নখ দিয়ে কাজ করবেন না
অতিরিক্ত লম্বা এক্সটেনশন অনেক সময় দৈনন্দিন কাজে সমস্যা তৈরি করে। তাই এমন দৈর্ঘ্য বেছে নিন যা আপনি সহজে সামলাতে পারবেন, এতে ক্ষতির সম্ভাবনা কমবে।
সঠিক দৈর্ঘ্য বেছে নিন
রাতে ঘুমোতে যাওয়ার আগে হালকা অয়েল বা ভ্যাসলিন দিয়ে নখ ও আঙুল ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন ভালো হবে এবং এক্সটেনশনের নিচের নখও সুস্থ থাকবে।
প্রতিদিন হালকা যত্ন নিন
নেল এক্সটেনশন করানোর ২-৩ সপ্তাহ পর ফাঁক হয়ে যায়, তাই সময়মতো সেলুনে গিয়ে রিফিল করান। দেরি করলে নখ দুর্বল হয়ে ভেঙে যেতে পারে বা ফাংগাল ইনফেকশন হতে পারে।
সেলুনে রিফিল করান
নেইল পলিশ রিমুভার ব্যবহার করার সময় অ্যাসিটোন-ফ্রি রিমুভার বেছে নিন। অ্যাসিটোন এক্সটেনশনের আঠা নষ্ট করে দেয়। তাছাড়া তীব্র কেমিক্যালও এড়িয়ে চলুন।