07 October, 2025

সংস্কৃত মাতৃ আর ইংরেজি মাদার, শুনতে অনেকটা এক, নিতান্ত কাকতালীয় কি?

Image Credits: Getty Images

TV9 Bangla Desk

বিভিন্ন ভাষার একাধিক শব্ধ আপনার কাছে একই রকম শুনতে লাগতে পারে।

ফরাসি 'mort' শুনতে অনেকটা ইংরেজি 'murder'-এর মতো। জার্মান 'Hund' শুনতে ইংরেজি 'hound'-এর মতো।

এই শব্দগুলি আসলে কগনেট। এর পিছনে লুকিয়ে আছে ৮,০০০ বছরের পুরনো এক ভাষার DNA।

একটিমাত্র প্রাচীন ভাষা থেকে এই সব ভাষা বা শুব্দগুলোর জন্ম। সেই ভাষার নাম প্রোটো-ইন্দো-ইউরোপীয় ল্যাঙ্গুয়েজ।

ভাষার এই পারিবারিক সূত্র প্রথম ধরা পড়েছিল ভারতে। ইউরোপীয়রা সংস্কৃত ভাষার শব্দে ল্যাটিন, গ্রিক বা জার্মান ভাষার প্রতিচ্ছবি দেখে অবাক হয়েছিলেন।

সংস্কৃতের 'মাতৃ', 'ভ্রাতৃ' শব্দগুলোর সঙ্গে ইউরোপীয় ভাষার মিল দেখে তাঁরা নিশ্চিত হন এই সাদৃশ্য ধার নেওয়া বা কাকতালীয় হতে পারে না।

ইন্দো-ইউরোপীয় পরিবারে রয়েছে হিন্দি, সংস্কৃত, ফারসি, জার্মান, ইংরেজি, স্প্যানিশ, রুশ, লাতিন এবং গ্রিক সহ বহু ভাষা।

সেখান থেকে জানা যায়, তাদের সমাজে রাজা, দুর্গ, শস্য, গরু এবং চাকাযুক্ত যান ছিল। তারা ছিল মূলত শ্রেণিবদ্ধ ও যুদ্ধবাজ প্রকৃতির।

ভাষাতত্ত্ববিদরা এই ভাষার মাধ্যমে আমাদের প্রাগৈতিহাসিক মানব সমাজকে বোঝার এক জানালা খুলে দিয়েছেন।