কলকাতায় এমন ৫ বাজার রয়েছে যেখানে জীবনে একবার অন্তত যাওয়া উচিত। পোশাক থেকে ইলেকট্রনিক্স, বই থেকে মশলা; সব পাওয়া যায় সেখানে।
এই তালিকায় প্রথমেই আসে নিউ মার্কেট। বাংলায় বলে হগ সাহেবের বাজার। এখানে প্রায় ২ হাজার দোকান রয়েছে।
নিউ মার্কেটে ইলেকট্রনিক্স থেকে খাবার জিনিস, পোশাক থেকে জুতো সবই পাওয়া যায়।
দক্ষিণ কলকাতায় রাসবিহারি অ্যাভেনিউ ও গড়িয়াহাট রোডেওর সংযোগস্থলে কলকাতার অন্যতম বড় শপিং মার্কেট হল গড়িয়াহাট মার্কেট।
এই মার্কেট মূলত পোশাক ও গয়নার জন্য বিখ্যাত। তবে এখানে পাওয়া যায় না, এমন জিনিস হয়তো নেই।
Fill in some text
কলেজ স্ট্রিট, কলকাতার মানুষের কাছে বই পাড়া নামেও পরিচিত। এই রাস্তার দু'পাশে একাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে। এ ছাড়াও রয়েছে ইন্ডিয়ান কফি হাউস।
Fill in some text
কলেজ স্ট্রিট হল ভারতের ও এশিয়ার বৃহত্তম বইয়ের বাজার। এবং বিশ্বের সবচেয়ে বড় সেকেন্ড হ্যান্ড বইয়ের বাজার।
Fill in some text
কলকাতার আর এক বড় বাজার হল হাতিবাগান বাজার। এখানে ১ হাজার ৫০০-এর বেশি দোকানে পোশাক থেকে শুরু করে সবজি, সব পাওয়া যায়।
Fill in some text
কলকাতার সবচেয়ে প্রাণবন্ত বাজার সম্ভবত বড় বাজার। এই বাজার ধোতিপট্টি, তুলাপট্টি, চিনিপট্টির মতো আলাদা আলাদা বাজারে বিভক্ত। এখানে খাবার জিনিস থেকে পোশাক, সবই মেলে।