বাড়িতে মাকড়শার জালের পরিমাণ বাড়ছে, জীবনে কী হতে চলেছে জানেন?
Credit - Pinterest, Getty Images , Canva
TV9 Bangla
দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে না এমন ঘরবাড়িতে মাকড়শার জাল দেখতে পাওয়া খুবই কমন। আবার অনেক এমন বাড়ি রয়েছে, যেখানে মানুষজন বাস করলেও মাকড়শার জাল দেখা যায়।
মাকড়শার জাল
আসলে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে মাকড়শার জাল থাকা মোটেও শুভ লক্ষণ নয়।
জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র কী বলছে?
নেতিবাচক শক্তির সংকেত দেয়। মাকড়শার জাল ঘরে থাকলে তা নেতিবাচক শক্তিকে নির্দেশ করে। পরিবারের সদস্যদের উপর কু-প্রভাব পড়তে পারে।
জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে মাকড়শার জাল
বাড়িতে প্রায়শই মাকড়শার জাল হওয়ার অর্থ, এটা শনির প্রভাব বা রাহু-কেতুর অশুভ প্রভাবের ইঙ্গিত। যা জীবনে বাধা, বিলম্ব ও অশান্তির কারণ হতে পারে।
গ্রহদোষের ইঙ্গিত
যে সকল বাড়িতে মাকড়শার জাল থাকে, এমন ঘরে অর্থ স্থায়ী হয় না। নানা চেষ্টা সত্ত্বেও সঞ্চয় হয় না, উল্টে খরচ বেড়ে যায়।
অর্থনৈতিক ক্ষতি
যাদের বাড়িতে মাকড়শার জাল থাকে সেখানে থাকা ব্যক্তিদের মধ্যে কলহ, মানসিক উদ্বেগ, ঘন ঘন অসুস্থতা দেখা দিতে পারে।
মানসিক অশান্তি ও অসুখ
নোংরা, আবর্জনা ও অপরিষ্কার জায়গা পছন্দ করেন না মা লক্ষ্মী। ফলে যে বাড়িতে মাকড়শার জাল থাকে সেখানে লক্ষ্মী চঞ্চলা হন।
মা লক্ষ্মী রুষ্ট হন
এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।