24 July 2025

জীবনসঙ্গীর মধ্যে কোন গুণ খোঁজেন নারীরা? চাণক্য বলছেন...

credit: Getty Images Created By: Sayam Krishna Deb

TV9 Bangla

প্রাচীন ভারতের সেরার সেরা জ্ঞানী ও কূটনৈতিক চাণক্য। তাঁর জীবনবোধ এবং উপদেশ মেনে চলতে পারলে যেন সমাধান হয়ে যায় জীবনের অর্ধেক সমস্যার।

চাণক্য কী বলছেন? 

সেই চাণক্যই বলে গিয়েছেন মহিলারা প্রেম যতই করুক না কেন বিয়ের সময় কিন্তু পুরুষের মধ্যে খোঁজে কিছু নির্দিষ্ট গুণ।

মহিলারা কাদের প্রেমে পড়েন?

কী কী সেই গুণ। মহিলারা নিজের জীবন সঙ্গী বেছে নেওয়ার আগে কী কী দেখে নেয়? নিজের স্বামীর চরিত্রে কী কী গুণ থাকলে তা ভাল বলে মনে করেন মহিলারা?

পুরুষের কোন গুণ চান?

চাণক্য বলেন, চরিত্রই মানুষের আসল পরিচয়। একজন নারীর কাছে স্বামীর সততা ও নীতিবোধ খুবই গুরুত্বপূর্ণ। প্রতিশ্রুতি পালনকারী এবং সৎ পুরুষ নারীর আস্থা অর্জন করতে সক্ষম হন।

সৎ এবং নীতিবান

নারী চায় এমন একজন জীবনসঙ্গী, যে রাগের বশে কথা বলেন না। বরং ধৈর্য সহকারে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন। চাণক্যের মতে, যে ব্যক্তি সহনশীল, সে সংসারে শান্তি আনতে পারে।

পরিণত 

চাণক্যর বিশ্বাস, একজন পুরুষের উচিত নিজের ও পরিবারের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করা। নারীরা এমন পুরুষকে পছন্দ করেন, যিনি কঠোর পরিশ্রমী, জীবনে লক্ষ্যবান এবং পরিবারকে নিরাপত্তা দিতে পারেন।

পরিশ্রমী

জ্ঞানী মানুষ সর্বত্র সম্মানিত হয়—চাণক্যের এই নীতিতে নারী-পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। তবে বিদুষী নারী এমন জীবনসঙ্গীকেই বেশি মূল্য দেন, যিনি জ্ঞানী, জীবনে পরিপক্ব ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় দক্ষ।

জ্ঞানী

চাণক্য বলেন, যে নিজের স্ত্রীকে সম্মান করে, সে সমাজেও সম্মান পায়। একজন নারীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সম্মান ও ভালবাসা। অহংকারী বা অবজ্ঞাকারী পুরুষ সংসারে অশান্তি সৃষ্টি করে।

সম্মান করবে