17 September, 2025
মানি প্ল্যান্ট শখ করে কেনার আগে এটা অবশ্যই জানুন
Image Credits: Getty Images, Pinterest
TV9 Bangla Desk
ফেংশুই মতে মানি প্ল্যান্টের সতেজ সবুজ পাতা সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির অন্যতম প্রতীক।
সবুজ ও সতেজ পাতা বেছে নিন
বাস্তুশাস্ত্র মতে মানি প্ল্যান্টের পাতা যদি শুকনো বা হলদেটে হয়, তা হলে আর্থিক স্থিতি কমে যেতে পারে।
হলদে বা শুকনো পাতা এড়িয়ে চলুন
মানি প্ল্যান্ট কেনার সময় শিকড় দেখে নিতে হবে। শক্ত শিকড়ের গাছ সহজে টিকবে এবং ঘরে ইতিবাচক শক্তিও বজায় থাকবে।
শিকড় পরীক্ষা করুন
এই দিকে রাখার পরিকল্পনা করতে পারেন। ফেংশুই মতে দক্ষিণ-পূর্ব কোণ সমৃদ্ধির প্রতীক, আর পশ্চিম দিক সম্পর্কও উন্নত করে।
পশ্চিম বা দক্ষিণ-পূর্ব দিক
পোকামাকড় বা ফাঙ্গাস থাকা মানি প্ল্যান্ট ভুলেও বাড়িতে আনবেন না। তা হলে নেতিবাচক শক্তি বাড়বে।
পোকার আক্রমণমুক্ত গাছ বাছতে হবে
যখন মানি প্ল্যান্ট কিনবেন, সেই সময় গোল্ডেন মানি প্ল্যান্ট নেওয়ার চেষ্টা করতে পারেন। এটিকে আর্থিক সমৃদ্ধির প্রতীক ধরা হয়।
সোনালি শিরাযুক্ত ভ্যারাইটি বেশি শুভ
বাস্তুশাস্ত্র যদি মানেন, তা হলে এই জায়গায় মানি প্ল্যান্ট রাখলে অর্থক্ষতি হতে পারে।
দরজার কাছে বা উত্তর-পূর্ব কোণে রাখবেন না
আসলে কাচ ফেংশুই মতে অত্যন্ত পজিটিভ এনার্জি চারিদিকে ছড়িয়ে দেয়।
জলে মানি প্ল্যান্ট রাখলে কাচের বোতল নিন
নিয়মিত জল দিলে, গাছের পাতা পরিষ্কার করলে শুধু গাছের স্বাস্থ্যই ভাল থাকে না, যে ঘরে থাকে সেখানকার এনার্জিও উন্নত করে।
ভালবেসে যত্ন নিন
মন খারাপ? ভাল থাকার হদিস দেবে এইসব খাবার
কখন খান, কখন ঘুমোন নরেন্দ্র মোদী? জানুন প্রধানমন্ত্রীর রোজের রুটিন
বাড়িতে পেয়ারা গাছ রয়েছে? জানেন বাস্তুশাস্ত্র মতে এটি শুভ না অশুভ
আরও ওয়েব স্টোরি