রান্নাঘরের বেসিনে জল জমছে? বাস্তুশাস্ত্র মতে কীসের ইঙ্গিত...
Credit - Unsplash, Pinterest, Getty Images
TV9 Bangla
বাড়ির রান্নাঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। বাস্তুশাস্ত্র মতে এর সঙ্গে জড়িয়ে থাকে সংসারের সুখ, শান্তি।
হেঁশেলের গুরুত্ব
বাস্তুশাস্ত্র বলছে, রান্নাঘরে থাকা বেসিনের সঙ্গে বাস্তুদোষের যোগ রয়েছে। হেঁশেলে থাকা বেসিনে যদি জল জমে, তা নেতিবাচক প্রভাব ফেলে বাড়িতে।
বেসিনে জড়িয়ে বাস্তুদোষ!
বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরের বেসিন বা ড্রেনেজ সিস্টেম বন্ধ হলে গেলে সংসারে অকারণে ঝামেলা হয়, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, কাজে অগ্রগতি হয় না।
বাস্তুশাস্ত্র কী বলছে?
বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরের বেসিন বা ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যাওয়া অর্থকষ্টের ইঙ্গিত দেয়। জল মানে প্রবাহ, আর তা আটকে গেলে আর্থিক প্রবাহেও বাধা তৈরি হয়।
আর্থিক সমস্যার ইঙ্গিত
বাড়ির কোনও স্থানে নোংরা জল জমে থাকলে, তা নেতিবাচক শক্তি তৈরি করে। যা মন-মেজাজ ও পরিবারের পরিবেশকে প্রভাবিত করে।
নেগেটিভ এনার্জি ঘণীভূত হয়
রান্নাঘরের বেসিনে জল জমতে দেখলে ড্রেন ক্লিনার বা বেকিং সোডা ও ভিনিগার মিশিয়ে বেসিনে ঢালতে পারেন।
এই বাস্তুদোষ কাটাতে কী করবেন?
প্রতিদিন বাসন মাজা শেষ হলে গেলে হালকা গরম জল বেসিনে ঢালতে পারেন। তা হলে বেসিনে তেল ও অন্য আবর্জনা জমে না।
রোজ হালকা গরম জল বেসিনে ঢালতে পারেন
রান্নাঘরের বেসিন অত্যন্ত প্রয়োজনীয় এক জিনিস। লবণ ও লেবু দিয়ে মাঝে মাঝে বেসিন পরিস্কার করতে পারেন। তাতে দুর্গন্ধও ছড়াবে না।