বাস্তুশাস্ত্রে এমন অনেক জিনিসের কথা উল্লেখ করা হয়েছে, যা বাড়িতে রাখলে যে কোনও ব্যক্তি গরিব হতে পারেন।
বাস্তুশাস্ত্র মানেন?
হাতে যত অর্থই থাকুক না কেন, বেশ কিছু জিনিস বাড়িতে রাখলে সেই ব্যক্তি কাঙাল অবধি হতে পারেন। জানুন কী কী জিনিস বাড়িতে রাখতে নেই।
পথে বসতে হতে পারে!
যদি বাড়ির প্রবেশদ্বার সম্পূর্ণ বন্ধ থাকে, তা হলে সেই ব্যক্তি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েন। বাইরে থেকে বাড়িতে আলো প্রবেশ করবে, তেমন একটি ছোট্ট ছিদ্র বাড়িতে রাখতে হবে।
প্রবেশদ্বারে লক্ষ্য রাখুন
বাড়িতে কখনও ভাঙা আয়না রাখা শুভ নয়। ভাঙা আয়না দুর্ভাগ্যের কারণ। বিশেষ করে উত্তর ও পূর্ব দিকে ভাঙা আয়না থাকলে তা নতুন আয়না দিয়ে বদলে দিতে হবে।
ভাঙা আয়না
কোনও বাড়িতে কাঁটাযুক্ত গাছ রাখতে নেই। কারণ এগুলি ঝগড়ার কারণ হতে পারে যদি কেউ বাড়িতে এই গাছ রাখেন, তা হলে অবিলম্বে সরিয়ে দিতে হবে।
ক্যাকটাস
বাস্তুশাস্ত্রে কল বন্ধ করার পরও জল যদি পড়ে, তা আর্থিক সমস্যার ইঙ্গিত দেয়। এমনটা হলে এই ধরনের সমস্যা যেন দূর হয়, সেদিকে নজর রাখতে হবে।
কল থেকে জল পড়া
যুদ্ধ, শোক, কান্নার ছবি ভুল করেও বাড়িতে রাখবেন না। পুরনো ও ছেঁড়া ক্যালেন্ডার বাড়িতে রাখবেন না। তা হলে সংসারে অশান্তি ধেয়ে আসে।
ছবি ও ক্যালেন্ডার
বহু পুরনো, জরাজীর্ণ ও ভাঙা আসবাব বাড়িতে রাখবেন না। বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।