07  September, 2025 

রান্নাঘরে নোংরা জমলে বাস্তুদোষ বাড়ে, কীভাবে দূর করবেন এই সমস্যা?

Credit - Pinterest

TV9 Bangla

বাস্তুশাস্ত্র মতে রান্নাঘর বাড়ির এক শক্তির গুরুত্বপূর্ণ কেন্দ্র। যদি রান্নাঘর পরিষ্কার ও সুসজ্জিত না হয়, তাহলে সরাসরি পরিবারের সদস্যদের স্বাস্থ্য, সম্পদ এবং সম্পর্কের উপর প্রভাব ফেলে।

রান্নাঘর

রাতভর বা দীর্ঘ সময় ধরে বেসিনে নোংরা বাসনপত্র রেখে দিলে নেতিবাচক শক্তি আকর্ষিত হয়। এর ফলে ঘরে সম্পদ ও সমৃদ্ধির অভাব হতে পারে।

একাধিক বাসনপত্র

রান্নাঘরে ভাঙা বা ফাটা বাসন রাখা খুবই অশুভ বলে মনে করা হয়। এতে ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে এবং আর্থিক স্থিতিশীলতার উপর প্রভাব পড়ে। এই ধরনের বাসনপত্র অবিলম্বে সরানো উচিত।

ভাঙা বাসন

রান্নাঘরের দেওয়ালে মাকড়সার জাল হলে ও আবর্জনা জমলে ঘরে দারিদ্র্য ও দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানায়। এটি রাহুর প্রভাব বৃদ্ধি করে, যা মানসিক চাপ ও স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

আবর্জনা ও মাকড়সার জাল

অগ্নি দেবের প্রতীক হিসেবে বিবেচিত গ্যাস ওভেন যদি নোংরা থাকে, তা হলে সরাসরি পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এর ফলে পেটের অসুখ ও আর্থিক ক্ষতি হতে পারে।

নোংরা গ্যাস ওভেন

রান্নাঘরে পুরনো বা বাসি খাবার রাখলে বাস্তুদোষ হয়। এছাড়া ঘরে নেতিবাচকতা ছড়িয়ে পড়ে। নানা রোগকে আমন্ত্রণ জানানো হয়। তাই রান্নাঘর থেকে সমস্ত বাসি খাবার সরানো উচিত।

রান্নাঘরে পুরনো বা বাসি খাবার

প্রতিদিন রান্নাঘর ভালভাবে পরিষ্কার করা জরুরি। রান্নাঘরে যেন পর্যাপ্ত আলো ও বাতাস চলাচল করে সেদিকে নজর রাখতে হবে। ইতিবাচক শক্তি যাতে প্রবেশ করে, তার জন্য জানালা খোলা রাখতে হবে।

 রান্নাঘর পরিষ্কার

এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

 বিশেষ দ্রষ্টব্য