12  August, 2025

বেডরুমে ভুলেও রাখবেন না এই জিনিসগুলি, দাম্পত্যকলহ হু হু করে বাড়বে!

TV9 Bangla

Credit -  Pinterest

আচমকা দাম্পত্যকলহ বেড়েছে? কারণ বুঝতে পারছেন না? এর জন্য আপনার বেডরুম দায়ী নয় তো! সেটা বুঝতে হবে।

দাম্পত্যকলহের বৃদ্ধি!

আসলে বাস্তুশাস্ত্র মতে বেশ কিছু জিনিস বেডরুমে রাখতে নেই। তা হলে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি বাড়ে। জেনে নিন এই তালিকায় কী কী রয়েছে?

বাস্তুশাস্ত্র কী বলছে?

বাস্তুশাস্ত্র মতে বাড়ির বেডরুম ভীষণ গুরুত্বপূর্ণ। সেখানে মানুষ শান্তির সন্ধানে থাকেন।

বাড়ির বেডরুম কেন গুরুত্বপূর্ণ?

বেডরুমে স্বামী-স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। সেখানে তাদের মধ্য মাঝে মাঝে দ্বন্দ্ব, ঝগড়াও হয়ে থাকে।

স্বামী-স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা

বেডরুমে নেতিবাচক জিনিস রাখলে স্বামী, স্ত্রীর মধ্যে দাম্পত্যকলহ বাড়ে। বাস্তুশাস্ত্র বলছে বেডরুমে আয়না রাখা উচিত নয়।

বাস্তুবিরোধী জিনিস

বেডরুমে কোনওরকম শুকনো ও কাঁটাজাতীয় গাছ রাখা উচিত নয়। এটি সম্পর্কে ছেদ ঘটানোর কারণ হতে পারে।

শুকনো ও কাঁটাজাতীয় গাছ

বাস্তুশাস্ত্র মতে বেডরুমে কোনও ঠাকুরের ছবি এবং মূর্তি রাখা উচিত নয়। এ ছাড়া শোবার ঘরে কোনও হিংস্র প্রাণীর ছবি রাখা উচিত নয়।

ঠাকুরের ছবি ও মূর্তি

এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

সপ্তম দিন