বাড়িতে ড্রিম ক্যাচার আছে? ঠিক জায়গায় না রাখলে জীবনে ঘনিয়ে আসবে মহাবিপদ!
Credit - Pinterest
TV9 Bangla
নানা রঙের পালক ঝোলানো ড্রিম ক্যাচার বাড়িতে ঝোলালে খুব সুন্দর দেখতে লাগে। বাড়ি সাজানোর জন্য অনেকেই এই সরঞ্জাম ব্যবহার করেন।
ড্রিম ক্যাচার
অবশ্য এই ড্রিম ক্যাচার শুধু ঘর সাজানোর কাজেই লাগে, তেমনটা নয়। এর নানা গুণ রয়েছে। বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, ড্রিম ক্যাচার অত্যন্ত শুভ একটা জিনিস।
বাস্তুশাস্ত্র কী বলছে?
ড্রিম ক্যাচার বাড়িতে ঝোলানোর আগে বেশ কিছু জিনিস মাথায় রাখা জরুরি। তবে যে ব্যক্তি বাড়িতে ড্রিম ক্যাচার রাখছেন, তিনি লাভবান হবেন।
কী কী মাথায় রাখবেন?
ভুল জায়গায় বা ভুলভাবে যদি ড্রিম ক্যাচার রাখেন, তা হলে হিতে বিপরীত হতে পারে। এমনটা বিশ্বাস করা হয় যে শোওয়ার ঘরে ড্রিম ক্যাচার ঝোলানো হলে দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি পাওয়া যায়।
কোথায় রাখবেন?
বাস্তুবিশারদরা জানান, জীবনে চলার পথে আসতে চলা নানা বাধা দূর করে দিতে পারে ড্রিম ক্যাচার। বাড়ির যে কোনও জায়গায় এটি ঝোলানো চলে না।
নিয়ম
বাস্তুশাস্ত্র মতে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিক ও উত্তর-পূর্ব দিক হল ড্রিম ক্যাচার ঝোলানোর জন্য সবচেয়ে উপযুক্ত। বেডরুমের পাশাপাশি বারান্দা ও পড়ার ঘরে এটি রাখতে পারেন।
সঠিক দিক
এক রঙের জায়গায় একাধিক রঙের ড্রিম ক্যাচার বাড়িতে ঝোলানো ভাল। লক্ষ্য রাখতে হবে ড্রিম ক্যাচারে যেন ঝুল না জমে।
মাথায় রাখবেন
এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।