26 October, 2025 

বাস্তুশাস্ত্র মতে ঘুমনোর সময় বালিশের কাছে কোন কোন জিনিস রাখা অশুভ?

Image Credits:  Pinterest, Canva

TV9 Bangla Desk

বাস্তুশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মেনে চললে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।

বাস্তুশাস্ত্রের ব্যাখ্যা

ঘুমনোর সময় বালিশের কাছে বা বালিশের নীচে কিছু নির্দিষ্ট জিনিস রাখা অশুভ বলে মনে করা হয়।

বাস্তুশাস্ত্র বলছে...

আসলে বাস্তুশাস্ত্র বলে, বেশ কিছু জিনিস ঘুমনোর সময় বালিশের কাছে রাখলে সেগুলি নেতিবাচক শক্তি আকর্ষণ করে ও ঘুমের ব্যাঘাত ঘটায়।

কারণ কী?

বাস্তুশাস্ত্র মতে ঘুমনোর সময় মাথার কাছে বেশ কিছু জিনিস রাখলে মানসিক চাপ বাড়ে, জীবনে অশান্তি বাড়ে ও নানা অন্য সমস্যা তৈরি হয়।

আরও নানা সমস্যা

ঘুমনোর সময় বালিশের কাছে বই, ম্যাগাজিন ও সংবাদপত্র রাখা উচিত নয়। পড়া হয়ে গেলে এগুলো সরিয়ে দেওয়া ভাল।

বই, ম্যাগাজিন ও সংবাদপত্র

বিছানার সামনে বা মাথার কাছে আয়না রাখা উচিত নয়। এর ফলে দাম্পত্য কলহ দেখা দেয়। আয়না শক্তি প্রতিফলিত করে। বাড়িতে নেতিবাচক শক্তি নিয়ে আসে।

আয়না 

ঘুমনোর সময় বালিশের পাশে পার্স রাখা অশুভ বলে মনে করা হয়। এমনটা করলে জীবনে আর্থিক সমস্যা বাড়তে পারে।

মানিব্যাগ 

বিছানার কাছে জুতো ও চপ্পল রাখা উচিত নয়। এর ফলে বেডরুমে নেতিবাচক শক্তি বেড়ে যায়। মানসিক চাপের কারণ হতে পারে।

জুতো ও চপ্পল 

এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

বিশেষ দ্রষ্টব্য