26 October, 2025
বাড়িতে বানিয়ে ফেলুন নাইট ক্রিম, রাতে যা ত্বককে করবে উজ্জ্বল
Image Credits: Pinterest, Canva
TV9 Bangla Desk
অ্যালোভেরা জেল, বাদাম তেল ও ভিটামিন ই মিশিয়ে মুখে লাগান। ত্বক থাকবে ময়েশ্চারাইজড ও ঠান্ডা অনুভূতিতে ভরপুর।
অ্যালোভেরা নাইট ক্রিম
নারকেল তেল, পেট্রোলিয়াম জেল ও অল্প গোলাপজল গরম করে মিশিয়ে রাখুন। শুষ্ক ত্বকের জন্য এটি আদর্শ প্রাকৃতিক নাইট ক্রিম।
নারকেল তেল ও ক্রিম
এক চামচ দুধে এক চামচ মধু মিশিয়ে নিয়ে ত্বকে লাগান। ত্বকের নিস্তেজ ভাব দূর করবে, এনে দেবে প্রাকৃতিক গ্লো।
মধু ও দুধের ক্রিম
অ্যালোভেরা জেলে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। এটি দাগ হালকা করে ও রোদে পোড়া ত্বক সারাতে সাহায্য করে।
লেবু ও অ্যালোভেরার ক্রিম
গোলাপজলে গ্লিসারিন মিশিয়ে বোতলে ভরে রাখুন। ঘুমনোর আগে সেই মিশ্রণ লাগালে ত্বক হবে মসৃণ ও টানটান।
গোলাপজল ও গ্লিসারিন ক্রিম
অল্প দইয়ের সঙ্গে এক চিমটি হলুদ ভাল করে মিশিয়ে নিন। তা ত্বকে লাগালে ভাল ফল মেলে। এটি ত্বকের ট্যান কমায় ও উজ্জ্বলতা বাড়ায়।
দই ও হলুদ নাইট ক্রিম
ভিটামিন ই ক্যাপসুলের তেল ও বাদাম তেল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। এই নাইট ক্রিম বয়সের ছাপ কমাতে কার্যকর।
ভিটামিন ই ও বাদাম তেলের ক্রিম
শশার রস ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে লাগান। ক্লান্ত ত্বকে এই মিশ্রণ এনে দেবে সতেজতা।
শশা ও অ্যালোভেরা জেলের মিশ্রণ
শিয়া বাটার, নারকেল তেল ও ল্যাভেন্ডার অয়েল গলিয়ে মিশিয়ে নিন। এটি গভীর ময়েশ্চার দেয় ও রাত্রে ত্বক পুনর্গঠন করে।
শিয়া বাটার নাইট ক্রিম
ছট পুজোর ৪ দিন কী কী পালন হয়? নিয়মে ভুল করলেই মহাবিপদ!
ছট পুজোর প্রসাদে থাকে ঠেকুয়া, এই উপায়ে সহজেই বাড়িতে বানান
হেঁশেলে থাকা উপাদান এভাবে ব্যবহার করলেই ঠিকরে বেরবে ত্বকের জেল্লা
আরও ওয়েব স্টোরি