6 August, 2025

বাড়িতে তেঁতুল বিছে দেখেছেন, বাস্তুশাস্ত্র মতে এটি শুভ না অশুভ?

Credit - Pinterest

TV9 Bangla

বর্ষাকালে অনেকের বাড়িতে বেশ কিছু পোকামাকড় দেখা যায়। যেমন - কেন্নো, কেঁচো, তেলাপোকা ও আরও কত কী!

বর্ষায় বাড়িতে পোকার বাড়বাড়ন্ত!

বর্ষায় বাড়িতে কেন্নো, কেঁচো, তেলাপোকা ও তেঁতুল বিছেও দেখা যায়। বাস্তুশাস্ত্রে বাড়িতে বিছে দেখার বিশেষ অর্থ আছে।

বিভিন্ন প্রজাতির পোকা

অনেকে বাড়িতে তেঁতুল বিছে দেখলেই ভয়ে মেরে ফেলেন। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র যদি দেখেন, তা হলে এর আলাদা অর্থ রয়েছে।

তেঁতুল বিছে দেখলেই...

বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যদি বাড়িতে বিছে দেখেন, তা হলে সেটি মারবেন না। বাড়ির বাইরে ফেলে দেবেন। না হলে কুষ্ঠিতে রাহুর অবস্থান দুর্বল হয়ে যায়।

বিছে মারবেন না

যদি বাড়ির মন্দিরে বিছে দেখেন, তা হলে বুঝতে হবে দুর্দান্ত খবর আসতে চলেছে। বাড়িতে সম্পদ ও সমৃদ্ধি আসার ইঙ্গিত দেয়।

বাড়ির মন্দিরে বিছে দেখলে 

বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়ির প্রধান চৌকাঠ, টয়লেট এবং সিঁড়িতে বিছে ঘুরে বেড়ানোর অর্থ হল, গৃহস্বামীর রাহু দুর্বল।

রাহুর প্রভাব!

বাড়ির সিঁড়ি, বাথরুম ও চৌকাঠে বিছে ঘুরলে বুঝতে হবে আগামী দিনে ওই বাড়ির কোনও সদস্যের কোনও বড় শারীরিক সমস্যা আসতে চলেছে।

বিছে দেয় বড় ইঙ্গিত! 

এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

বিশেষ দ্রষ্টব্য