1 August, 2025
বাড়িতে মোমবাতি জ্বালানো শুভ না অশুভ, কী বলছে বাস্তুশাস্ত্র?
Credit - Pinterest
TV9 Bangla
কমবেশি সকলের বাড়ির ঠাকুরঘরে পুজোর সময় প্রদীপ জ্বালানো হয়। অনেকের বাড়িতে সন্ধেবেলায় প্রদীপ জ্বালানোর চলও রয়েছে।
বাড়িতে প্রদীপ জ্বালা
বাড়িতে অনেকে প্রদীপের পাশাপাশি মোমবাতিও জ্বালান। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে মোমবাতি জ্বালানো শুভ না অশুভ?
বাড়িতে মোমবাতি জ্বালানো
বাস্তুশাস্ত্র মতে যে কোনও বাড়িতে মোমবাতি জ্বালানো বেশ শুভ। তা জ্বালালে মানসিক শান্তিও হয়।
বাস্তুশাস্ত্র কী বলছে?
বাস্তুশাস্ত্র অনুসারে, মোমবাতি জ্বালানোর জন্য সঠিক দিক হল পূর্ব বা উত্তর-পূর্ব দিক।
কোন দিকে মোমবাতি জ্বালাবেন?
বাড়ির পূর্ব দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিকে মোমবাতি জ্বালানো হলে জীবনে সৌভাগ্য বয়ে আসে।
পূর্ব দিকের গুরুত্ব
অনেকে নিজের বাড়ির পরিবেশ ভালো করার জন্য সুগন্ধি মোমবাতি জ্বালান। এটি জ্বালাতে একদিকে মন ভালো হয়। অপরদিকে বাড়ির পরিবেশও।
সুগন্ধি মোমবাতি
মোমবাতি যেহেতু আলো প্রদান করে, তাই এটিকে শুভ বলে ধরা হয়। অনেকে যার ফলে প্রিয়জনকে মোমবাতি উপহার হিসেবে দিয়ে থাকেন।
মোমবাতি শুভ
এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
বিশেষ দ্রষ্টব্য
১ মাস এই কাজ করলে মুখে বেরোবে না একখানাও ব্রণ, শুরু করুন আজ থেকেই
হাতে ৫ মিনিট সময় আছে? বানিয়ে ফেলুন মোহনভোগ
শুকনো গাছ হবে তরতাজা, হেঁশেলের এই ৫ উপাদান দিয়ে বানান সার
আরও ওয়েব স্টোরি