এসব জিনিস জল দিয়ে ধুলেই বাজবে বারোটা! ঝটপট জেনে নিন
TV9 Bangla
Credit - Getty Images
বাড়িঘর পরিষ্কার করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় জল। তবে আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কিছু জিনিসপত্র রয়েছে যেগুলি জল দিয়ে পরিষ্কার করা ঠিক নয়।
বেশ কিছু জিনিস জল দিয়ে পরিষ্কার করলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এমন সময় কী কী মাথায় রাখবেন, জেনে নেওয়া যাক সেগুলি।
কাঠের আসবাবপত্র যেমন কখনওই জল দিয়ে পরিষ্কার করা উচিত নয়। নিয়মিত জল দিয়ে কাঠের আসবাবপত্র পরিষ্কার করলে তার পালিশ উঠে যায়। কাঠ নষ্ট হয়ে যায়। ফলে উড ক্লিনার ব্যবহার করা উচিত।
কাচের জিনিস বা আয়না পরিষ্কারের ক্ষেত্রে অনেক সময় জল ব্যবহার করা হয়। সাময়িকভাবে সেগুলি পরিষ্কার দেখতে লাগলেও দীর্ঘদিন জল দিয়ে কাচ পরিষ্কার করলে কাচের চকচকে ভাব কমে যায়। কাচ ক্লিনার ব্যবহার করতে পারেন।
বাড়িতে থাকা বিদ্যুৎের সামগ্রী জল দিয়ে পরিষ্কার করবেন না। যেমন - ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন এসব পরিষ্কার করার সময় অনেকে ভেজা কাপড় ব্যবহার করেন। তার জায়গায় ব্রাশ ব্যবহার করতে হবে।
ভেলভেট বা চামড়ার সোফা জল দিয়ে পরিষ্কার করা উচিত নয়। তাতে চামড়ায় ছত্রাক হতে পারে। ভেলভেটর উজ্জ্বল ভাব কমে যেতে পারে।
রুপো ও পিতলের বাসন জল দিয়ে পরিষ্কার করা উচিত নয়। তা হলে পিতল ও রুপোর উজ্জ্বল ভাব কমে যায়। তাই এগুলো নির্দিষ্ট ক্লিনার দিয়ে পরিষ্কার করা উচিত।
জল দিয়ে মাঝে মাঝে বাড়িতে থাকা জিনিসপত্র পরিষ্কার করলে সমস্যা নেই। কিন্তু নিয়মিত জল ব্যবহার করলে জিনিসপত্রের আয়ু কমে যায়।