কলকাতার কোন জায়গায় পাবেন আসল কাশ্মীরি শাল? ঝটপট জেনে নিন
Image Credits: Pinterest
TV9 Bangla Desk
শাল শব্দটি পার্সিয়ান। শাল শব্দটির উৎপত্তি 'শাহাল' থেকে। অন্যদিকে এও শোনা যায় সংস্কৃত শব্দ 'শাতি'-র অপভ্রংশ থেকে শালের উৎপত্তি।
কাশ্মীরি শালের ইতিহাস
আপনি কি শাল প্রেমী? শীত পড়তেই আলমারি থেকে খুঁজে বার করেন হরেক রকমের শাল? তা হলে নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছে হতে পারে যে, কলকাতার কোথায় আসল কাশ্মীরি শাল পাওয়া যায়।
শাল প্রেমী
ঠান্ডা থেকে বাঁচতে অনেকে গায়ে তুলে নেন শাল। আর সেই শাল যদি হয় কাশ্মীরি, তা হলে তো আর কথাই নেই। এমনিতে শহরের নানা জায়গায় শাল মেলে। আর মন ভাল করতে যাবেন কোন জায়গায়?
শালের পসরা
নিউমার্কেটের বিখ্যাত কাশ্মীর শাল এম্পোরিয়াম এ পাওয়া যায় আসল ও উন্নতমানের কাশ্মীরি শাল।
কলকাতার কোথায় মিলবে আসল কাশ্মীরি শাল?
ওই দোকানে যে কাশ্মীরি শাল পাওয়া যায়, সেগুলোর রঙের বাহার, সুতোর কাজ, নকশার কারিকুরি দেখলে যে কারও মন জুড়িয়ে যাবে।
নিখুঁত কাজ
নিউমার্কেটের কাশ্মীর শাল এম্পোরিয়াম হল কলকাতার প্রথম কাশ্মীরি শালের দোকান। এখানকার পশমিনা শাল খুব বিখ্যাত।
কলকাতার প্রথম কাশ্মীরি শালের দোকান
সারা পৃথিবীতে কাশ্মীরি শাল সবচেয়ে বেশি পরিচিত। এই পশমিনা শাল ভেড়ার পশম দিয়ে তৈরি হয়।
ভেড়ার পশমে তৈরি
একটি অতি উন্নত মানের পশমিনা শাল তৈরি করতে একজন কারিগরের প্রায় ৩০ মাস সময় লাগে। তা থেকেই বোঝা যায় এই শাল বানাতে ধৈর্যও প্রয়োজন।