পুজো চাই বাণী কাপুরের মতো ঘন, মসৃণ চুল? রইল অভিনেত্রীর ২ সিক্রেট টিপস
credit: Tv9, Instagram
TV9 Bangla Desk
অভিনয় গুণ তো বটেই তাঁর রূপেও মোহিত ৮ থেকে ৮০। 'ওয়ার', 'শুদ্ধ দেশি রোমান্স', 'বেফিকরে' কিংবা সাম্প্রতিককালে 'মান্ডালা মাডার্স' সবেতেই অনন্য বাণী কাপুর।
অভিনয় থেকে সৌন্দর্য্য
বাণীর অপরূপ রূপের বড় অংশ হল তাঁর কেশরাশি। তাঁর মতো ঘন, মসৃণ চুল পেতে কে না চায় বলুন? কীভাবে নিজের চুলের যত্ন নেন বলি নায়িকা বাণী কাপুর? এই প্রতিবেদনে রইল সেই রহস্য।
অপরূপ কেশরাশি
বাণী কাপুরের কাছে সৌন্দর্যের মানে কখনও জটিল রুটিন বা দামি প্রোডাক্ট নয়। চিরকাল সহজ এবং প্রাকৃতিক যত্নের উপায়কে বেছে নিয়েছেন তিনি। বিশেষ করে তাঁর চুলের ক্ষেত্রে।
বাণীর সিক্রেট
একটি সাক্ষাৎকারে বাণী জানান চুলের যত্নের ক্ষেত্রে দুটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেন। মাথায় তেল মালিশ করা এবং রান্নাঘরের প্রোটিনসমৃদ্ধ খাবার দিয়ে হেয়ার মাস্ক তৈরি করা। তাঁর মতে, এগুলোকে সাধারণত অবহেলা করা হলেও, এগুলোই সবচেয়ে শক্তিশালী চুলের যত্নের উপায়।
দুই ঘরোয়া উপায়ে বাজিমাত
বাণী জানান, তেল মালিশ তাঁর নিয়মিত রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি প্রতি পনেরো দিনে একবার মাথায় তেল মাখেন এবং পরের দিন তা ধুয়ে ফেলেন। তাঁর মতে, তেল মাথার ত্বকে পুষ্টি জোগায়, গোড়া মজবুত করে এবং সার্বিকভাবে চুলের স্বাস্থ্য ভালো রাখে।
বাণী কী বলেন?
শুধু বাজারের প্রোডাক্টের উপর নির্ভর না করে বাণী প্রাকৃতিক উপাদানের দিকে বেশি ঝোঁকেন। তিনি বলেন, "কাঁচা ডিম হোক বা অ্যাভোকাডো, আমি প্রোটিনসমৃদ্ধ উপাদান চুলে লাগাই যাতে চুল চকচকে ও সুস্থ থাকে।" এ ধরনের সহজ, প্রোটিন-সমৃদ্ধ মাস্ক চুলকে কেমিক্যাল ছাড়াই দেয় উজ্জ্বলতা ও শক্তি দেয়।
অ্যাভোকাডো-ডিমের কামাল
বাণীর মতো যত্ন নিতে কোনও সেলিব্রিটি স্টাইলিস্টের দরকার নেই। নারকেল, বাদাম বা অর্গান তেল বেছে নিতে পারেন। প্রতি দুই সপ্তাহে একবার মাথার ত্বকে ভালভাবে মালিশ করুন। সারা রাত রেখে দিয়ে পরের দিন মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
কোন তেল ভাল?
একটি ঘরোয়া প্রোটিন মাস্ক বানাতে আধা অ্যাভোকাডো মেখে তাতে একটি কাঁচা ডিম আর এক চামচ দই মেশান। গোড়া থেকে ডগা পর্যন্ত চুলে লাগিয়ে ২০–৩০ মিনিট রেখে দিন, তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
প্রাকৃতিক হেয়ার মাস্ক
এই প্রাকৃতিক উপাদানগুলো চুলে উজ্জ্বলতা আনে, নরম করে এবং গোড়া থেকে শক্তি জোগায়। খেয়াল রাখবেন, সকলের চুলের ধরন এক হয় না। তাই কোনও বিপরীত প্রতিক্রিয়া দেখলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।