09 September, 2025
রোজ রাতে মুখে লাগান অ্যালোভেরা জেল, তফাৎ দেখলে চমকে যাবেন!
Credit - Pinterest, Canva
TV9 Bangla
আজকাল ব্যস্ততার কারণে অনেকে ত্বকের যত্ন নিতেই ভুলে যান। সারাদিনের ক্লান্তির শেষে অনেকের আর ত্বকের যত্ন নেওয়ার ইচ্ছেও থাকে না।
ত্বকের যত্ন
সারাদিনের কাজের শেষে ত্বকের যত্নে বেশি সময় ব্যয় করতে হবে না। হাতে ৫ মিনিট সময় থাকলেই হবে।
অতিরিক্ত সময় লাগবে না
ত্বকের জেল্লা ফেরাতে অতিরিক্ত কোনও দামি পণ্য ব্যবহারের প্রয়োজন নেই। কমবেশি সকলের বাড়ির বাগানে থাকা অ্যালোভেরা জেলেই হবে কাজ।
দামি পণ্য নয়
এটি স্বাস্থ্যের পাশাপাশি ত্বক ও চুলের জন্যও অত্যন্ত উপকারী। এতে অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে। যা ত্বকে উজ্জ্বলতা আনতে সাহায্য করতে পারে।
অ্যালোভেরা জেল
অনেকেই রাতে ঘুমনোর আগে মুখে অ্যালোভেরা জেল লাগান। যা ত্বকের জন্য নানাভাবে উপকারী। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
রাতে মুখে মাখুন
অ্যালোভেরা জেলে ভিটামিন সি, এ, ই এবং অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়। যা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
পুষ্টিকর উপাদান
প্রতিদিন রাতে অ্যালোভেরা জেল সঠিকভাবে মুখে লাগানো হলে ব্রণর সমস্যা কমাতে সাহায্য করে। তুলো দিয়ে ব্রণর জায়গায় সরাসরি এই জেল লাগানো যায়।
ব্রণ থেকে মুক্তি
মুখে যদি কালো দাগ-ছোপ থাকে, তা হলে রোজ রাতে অ্যালোভেরা জেল লাগালে তফাৎ নজরে পড়বে। ত্বক উজ্জ্বল হবে।
উজ্জ্বল ত্বক
বিছানার পাশে এই সব জিনিস রাখেন? এখনই সরান, নইলে জীবনে বড় বিপদ হবে!
আর্থিক ক্ষতির মুখে পড়েছেন? এইদিন লাগান তুলসী গাছ, দেখুন ম্যাজিক
বাড়িতে পেয়ারা গাছ রয়েছে? জানেন বাস্তুশাস্ত্র মতে এটি শুভ না অশুভ
আরও ওয়েব স্টোরি