25 October, 2025
ছট পুজোয় যে সকল নিয়ম অবশ্যই মানতে হয়, জানুন
Image Credits: PTI
TV9 Bangla Desk
আজ, ২৫ অক্টোবর থেকে শুরু ছট পুজো। অবাঙালি হিন্দুদের মধ্যে এই পুজো খুব জনপ্রিয়। ৪দিন ধরে চলে ছট পুজো।
ছট পুজোর জনপ্রিয়তা
কমবেশি সকলেই বলে থাকেন ছট পুজোর নিয়ম বেশ কঠিন। আর সেটাই ঠিক। এই পুজোর বেশ কঠিন নিয়ম রয়েছে। যা না মানলে ছটি মাইয়া রুষ্ট হন।
ছট পুজোর নিয়ম
ছট পুজোর সময় যে সাধারণ নিয়মগুলি পালন করা হয়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
ছট পুজোর ৪দিন কী কী পালন করবেন?
ছট পুজোর সময়ে কঠোরভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা হয়। সেই সঙ্গে উৎসবের ৪ দিনই সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়া হয়।
বিশুদ্ধতা ও পরিচ্ছন্নতা
এই পুজোর সময় ব্রতীরা যেভাবে উপোস করেন, তা এককথায় অত্যন্ত কঠিন। যেখানে ব্রতীরা ৩৬ ঘণ্টা জলও পান করেন না।
কঠোর উপোস
ছটপুজোর সময় ব্রতীরা প্রসাদ বা নৈবেদ্য বাঁশের তৈরি ডালা বা কুলোয় সাজিয়ে নিবেদন করে থাকেন।
বাঁশের ডালা
ছট পুজোয় সাধারণত কোনও রকম মূর্তির পুজো করা হয় না। এই সময় সরাসরি সূর্যকে আরাধনা করা হয়। সঙ্গে ছটি মাইয়াকে স্মরণ করে পুজো করা হয়।
মূর্তি পুজো নয়
ছট পুজোর সময় নতুন মাটির উনুন এবং অন্যান্য নতুন জিনিস ব্যবহার করে প্রসাদ তৈরি করা হয়।
নতুন জিনিসে প্রসাদ বানানো
এই প্রতিবেদনের বক্তব্য হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।
বিশেষ দ্রষ্টব্য
ছট পুজোর ৪ দিন কী কী পালন হয়? নিয়মে ভুল করলেই মহাবিপদ!
ছট পুজোর প্রসাদে থাকে ঠেকুয়া, এই উপায়ে সহজেই বাড়িতে বানান
হেঁশেলে থাকা উপাদান এভাবে ব্যবহার করলেই ঠিকরে বেরবে ত্বকের জেল্লা
আরও ওয়েব স্টোরি