ডার্ক সার্কেলের সমস্যা থেকে মিলছে না মুক্তি? এই ফলগুলি খেয়ে দেখুন তো
Credit - Pinterest, Canva
TV9 Bangla
ডার্ক সার্কেলের সমস্যা আজকাল অনেকেরই দেখা যায়। যা শুধু সৌন্দর্য হ্রাস করে না। সেই সঙ্গে ব্যক্তিকে ক্লান্ত, অসুস্থ ও বার্ধক্যপূর্ণ দেখায়।
চোখের নীচে কালিঝুলি
অনেকেই মনে করেন ডার্ক সার্কেলের অন্যতম কারণ পর্যাপ্ত ঘুম না হওয়া। কিন্তু ডার্ক সার্কেলের একাধিক কারণ রয়েছে।
ডার্ক সার্কেল
ডার্ক সার্কেলের সমস্যা থাকলে বেশ কিছু ফল নিয়মিত খেলে ভালো রেজাল্ট মেলে। ফলে থাকা ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তসঞ্চালন ঠিক রাখে ও চোখের নীচের ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে।
ফল খেলে মিলবে ফল!
এই ফলে প্রচুর ভিটামিন সি রয়েছে। যা চোখের নীচের ত্বক উজ্জ্বল করতে পারে। যা দেহে আয়রন শোষণ করতে পারে।
কমলা
ভিটামিন সি-তে ভরপুর কিউই। তা কোলাজেন তৈরি করে, চোখের ত্বক টানটান করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের নীচে থাকা কালো দাগ কমাতে পারে।
কিউই
এতে রয়েছে ভিটামিন এ। যা ত্বক পুনর্গঠন করে। পাকা পেঁপের মিশ্রণ দিয়ে ফেসপ্যাক বানিয়ে চোখের নীচে লাগাতে পারেন। কালো দাগ দূর হয়।
পাকা পেঁপে
এতে থাকা লাইকোপিন রক্তপ্রবাহ ভালো করে। চোখের চারপাশে থাকা কালো দাগ হালকা করতে পারে টম্যাটো। তাই টম্যাটো খেলে ডার্ক সার্কেলের সমস্যা দূর হতে পারে।