30 September, 2025

চোখের সাজে জাদু! রইল আইলাইনার পারফেক্ট করার বিশেষ কায়দা

Image Credits: Pinterest

TV9 Bangla Desk

কারও চোখ বড়, কারও ছোট বা গোল, চোখের শেপ বুঝে আইলাইনার স্টাইল (উইং, ক্যাট-আই, থিন লাইন) ঠিক করুন।

চোখের ধরন অনুযায়ী স্টাইল বেছে নিন

আইলাইনার দীর্ঘক্ষণ টিকিয়ে রাখতে চোখের পাতায় প্রাইমার বা হালকা পাউডার দিয়ে প্রস্তুত করুন।

প্রথমে প্রাইমার লাগান

প্রথমে পাতলা করে একটি বেস লাইন টেনে নিন। তারপর ইচ্ছে মতো মোটা করুন। এতে হাত কাঁপলেও ঠিক করা সহজ হয়।

পাতলা লাইন দিয়ে শুরু করুন

চোখের শেষ প্রান্ত থেকে ভ্রুর দিকে হালকা তীর্যক লাইন টেনে তারপর ভেতরের দিক ভরাট করুন। উইং একেবারে শার্প হবে।

উইং টিপের কৌশল

লোয়ার ল্যাশ লাইনে কাজল ও আপার ল্যাশ লাইনে আইলাইনার দিলে চোখ বড় ও গভীর দেখাবে।

কাজল ও আইলাইনারের মিশ্রণ

শুধু কালো নয়, নীল, সবুজ বা মেটালিক শেড ব্যবহার করলে লুক হবে আরও আকর্ষণীয় ও ফ্রেশ।

কালারড আইলাইনার ট্রাই করুন

লিকুইড: শার্প ও ড্রামাটিক লুক। জেল: স্মাজ-ফ্রি ও লং লাস্টিং। পেন্সিল: বিগিনার ও সফট লুকের জন্য বেস্ট।

লিকুইড, জেল না পেন্সিল?

আইলাইনারের পর মাসকারা লাগালে চোখের লুক সম্পূর্ণ হয় এবং ল্যাশও ভলিউমাস দেখায়।তাই এটি ট্রাই করতে পারেন।

মাসকারা দিয়ে ফিনিশ দিন

 একবারেই পারফেক্ট হবে না। নিয়মিত প্র্যাকটিস করলে লাইন হবে নিখুঁত ও আত্মবিশ্বাসও বাড়বে।

প্র্যাকটিস করলেই ভাল ফল মিলবে