17 September, 2025

এক গ্লাসে এনার্জি, চুমুক দিন ড্রাই ফ্রুটস মিল্কশেকে

Image Credits: Pinterest 

TV9 Bangla Desk

এক কাপ ঠান্ডা দুধ, ৫–৬টি বাদাম, ৩–৪টি কাজু, ২–৩টি খেজুর, ২টি আখরোট ও সামান্য মধু একসঙ্গে ব্লেন্ড করলেই তৈরি সুস্বাদু ও হেলদি ড্রাই ফ্রুটস মিল্কশেক।

ড্রাই ফ্রুটস মিল্কশেক রেসিপি 

ড্রাই ফ্রুটস মিল্কশেক এক কথায় এনার্জির ভাণ্ডার। এতে থাকা বাদাম ও খেজুর তৎক্ষণাৎ শক্তি জোগায়, ফলে ক্লান্তি দ্রুত দূর হয়।

এনার্জির ভাণ্ডার

ড্রাই ফ্রুটস মিল্কশেকে থাকা আখরোট ও কাজুর ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।

হৃদযন্ত্রের জন্য ভাল

ড্রাই ফ্রুটস মিল্কশেকে থাকা বাদামে ভিটামিন ই ও খনিজ উপাদান রয়েছে, যা মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে, স্মৃতিশক্তি বাড়ায়।

মস্তিষ্কের শক্তি বাড়ায়

ড্রাই ফ্রুটস মিল্কশেকে থাকা দুধের ক্যালসিয়াম ও বাদামের ম্যাগনেসিয়াম একসঙ্গে হাড় ও দাঁত মজবুত করে।

হাড় ও দাঁতের যত্নে

ড্রাই ফ্রুটস মিল্কশেক যারা দুর্বল বা খুব রোগা, তাদের জন্য এটি প্রাকৃতিকভাবে ওজন বাড়ানোর স্বাস্থ্যকর উপায়।

ওজন বাড়াতে সহায়ক

ড্রাই ফ্রুটস মিল্কশেকে থাকা মধু, বাদাম ও দুধের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল ও চুল মজবুত রাখতে সাহায্য করে।

ত্বক ও চুলের সৌন্দর্যে

ড্রাই ফ্রুটস মিল্কশেকে থাকা খেজুর ও দুধ একসঙ্গে হজমশক্তি উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে।

পাচনতন্ত্রে উপকারী

ড্রাই ফ্রুটস মিল্কশেক বাচ্চাদের এবং বয়স্কদের দুর্বল শরীরের জন্য এক পুষ্টিকর পানীয়।

শিশু ও বয়স্ক সকলের জন্য উপযুক্ত