e দুর্গাষ্টমীতে শাড়ি পরার প্ল্যান করছেন? এই ট্রিকস ট্রাই করতে পারেন – TV9Bangla

21 September, 2025

দুর্গাষ্টমীতে শাড়ি পরার প্ল্যান করছেন? এই ট্রিকস ট্রাই করতে পারেন

Image Credits: Pinterest

TV9 Bangla Desk

দুর্গাপুজোর অষ্টমী মানেই সবার চোখে নতুন সাজ, বিশেষ করে শাড়ি। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে শাড়ি পরলে আলাদা এক সৌন্দর্য ধরা দেয়।

অষ্টমীর সাজ

শুধু শাড়ি নয়, তার সঠিক রং, কাপড়, ব্লাউজ আর অ্যাকসেসরিজ মিলিয়ে পরলেই অষ্টমীর সাজ হবে নজরকাড়া।

শাড়ির সঙ্গে আর কী?

পুজোর ঐতিহ্য ধরে রাখতে সাদা শাড়িতে লাল পাড় একেবারে ক্লাসিক চয়েস। এ বারের অষ্টমী তা দিয়ে জমিয়ে দিতে পারেন।

লাল-সাদা শাড়ি

আরামদায়ক অথচ আভিজাত্যপূর্ণ, অষ্টমীর অঞ্জলি দেওয়া বা দিনের বেলায় প্যান্ডেলে ঘোরার জন্য একেবারে পারফেক্ট।

সিল্ক বা কটন সিল্ক

জামদানি, ধাকাই বা টাঙ্গাইল শাড়ি বেছে নিলে অষ্টমীর দুপুর একেবারে জমে যাবে। বিগত কয়েক বছর ধরে ট্রেন্ডি হ্যান্ডলুম স্টাইল ফ্যাশনে ইন।

ট্রেন্ডি হ্যান্ডলুম

শাড়ির সঙ্গে মিক্স-অ্যান্ড-ম্যাচ ব্লাউজ পরলে অষ্টমীর লুক হবে স্টাইলিশ। এ বারের দুর্গাপুজোয় বেছে নিন কন্ট্রাস্ট ব্লাউজ।

কন্ট্রাস্ট ব্লাউজ

লাল টিপ, লিপস্টিক আর হালকা চোখের মেকআপ করলেই অষ্টমীতে শাড়ির সাজ পূর্ণতা পাবে। দেখতেও সুন্দর লাগবে।

মেকআপ ব্যালান্স করুন

সোনার গয়নাই হোক বা অক্সিডাইজড, শাড়ির সঙ্গে মানানসই গয়না যে কারও লুক পাল্টে দেবে।

স্টেটমেন্ট জুয়েলারি

অষ্টমীতে শাড়ির সঙ্গে মানানসই খোঁপা করতে পারেন। বা খোলা চুলে গোলাপ ফুল বা জুই ফুল লাগালে মিলবে উৎসবের ছোঁয়া।

হেয়ারস্টাইল