21 September, 2025
নবরাত্রির প্রথম দিন হয় শৈলপুত্রীর পুজো, কোন মন্ত্রোচ্চারণ করবেন?
Image Credits: PTI, Pinterest
TV9 Bangla Desk
আজ ২১ সেপ্টেম্বর মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হল। আগামিকাল থেকে শুরু নবরাত্রি।
মহালয়া
প্রতিপদ তিথিতে দেবী দুর্গা পূজিত হন শৈলপুত্রী রূপে। দেবী শৈলপুত্রী হলেন হিমালয়ের কন্যা।
নবরাত্রির প্রথম দিন
মা দুর্গার এই রূপকে দেবী সতীর পুনর্জন্মের রূপ হিসেবে ধরা হয়। শৈলপুত্রী তাই নবরাত্রির প্রথম দিন পূজিত হন।
দেবী সতীর আর এক রূপ
ওম দেবী শৈলপুত্র্যৈ নমঃ। স্তোত্রমন্ত্র - বন্দে ভদ্রিকাটলাভয় চন্দ্রার্ধকৃতশেখরম। বৃষারূঢ়া শূলধরা শৈলপুত্রী যশোস্বিনীম্।
শৈলপুত্রীর পুজোয় কোন মন্ত্র পাঠ করবেন?
এই দেবীর ডান হাতে ত্রিশূল ও বাম হাতে পদ্ম আর মস্তকে অর্ধচন্দ্র থাকে। দেবী শৈলপুত্রী ষাঁড়ের উপর থাকেন।
শৈলপুত্রী কী কী দিয়ে সজ্জিত?
নবরাত্রির প্রথম দিন শৈলপুত্রীর পুজো করলে জীবনে সকল বাধা বিপত্তি দূর হয় এবং সমৃদ্ধি আসে।
এই দেবীর পুজো করলে কী হয়?
জীবনে সকল বাধা দূর হয়। অর্থ ও সমৃদ্ধি লাভ হয়। দেবী শৈলপুত্রী মূলাধার শক্তি।
শৈলপুত্রীর মন্ত্র জপ করলে কী হয়?
দেবী শৈলপুত্রী শ্বেতবস্ত্র পরিধান করেন। তাঁর শ্বেতশুভ্র রূপ যে কারও মনে শান্তি এনে দেয়।
শ্বেতবস্ত্র
এই প্রতিবেদনের বক্তব্য পুরাণ ও হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।
বিশেষ দ্রষ্টব্য
দেবী দুর্গাকে কোন দেবতা দিয়েছিলেন কোন অস্ত্র?
শরীর-মন ভাল রাখতে চান? ঘুম থেকে উঠে করুন এ কাজ
শ্বাসকষ্টের সমস্যা আছে? এই সব খাবার ছুঁয়েও দেখবেন না
আরও ওয়েব স্টোরি