12 NOVEMBER, 2025

ব্রাশ নয়, ঝকঝকে বাড়ির গোপন অস্ত্র টুথপেস্ট! রইল ম্যাজিক টিপস

Image Credits:  Getty Images, Pinterest

TV9 Bangla Desk

পুরনো হয়ে যাওয়া রুপোর গয়না বা ধাতব জিনিসপত্র কালচে হয়ে গেলে তার উপর সামান্য সাদা টুথপেস্ট লাগিয়ে নরম ব্রাশ দিয়ে আলতো করে ঘষুন ও জল দিয়ে ধুয়ে ফেলুন। গয়না ফের ঝলমল করবে।

রূপা বা রুপোর গয়না পরিষ্কার

সাদা জুতো বা স্নিকার্সের রাবারের অংশে সহজে দাগ হয়। এই দাগের ওপর সামান্য পেস্ট লাগিয়ে একটি ব্রাশ দিয়ে ঘষলে জুতো আবার নতুনের মতো সাদা হয়ে উঠবে।

সাদা জুতো বা স্নিকার্স পরিষ্কার

বাড়ির শিশু যদি রং পেন্সিল বা ক্রেয়ন দিয়ে দেওয়ালে আঁকাআঁকি করে ফেলে, তবে নরম কাপড়ে একটু টুথপেস্ট নিয়ে আলতো করে ঘষুন। দাগ উঠে যাবে।

দেওয়ালের দাগ দূর করা

বাথরুমের আয়নায় বাষ্প জমে ঝাপসা হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। স্নানের আগে আয়নার ওপর সামান্য পেস্ট মাখিয়ে নরম কাপড় দিয়ে মুছে নিলে আয়না সহজে বাষ্পে ঝাপসা হবে না।

বাথরুমের আয়না বাষ্পমুক্ত রাখা

কার্পেটে চা, কফি বা অন্যান্য কড়া দাগ পড়লে সেই জায়গায় সাদা টুথপেস্ট লাগিয়ে একটি স্ক্রাব ব্রাশ দিয়ে ঘষুন এবং তারপর জল দিয়ে মুছে নিন।

কার্পেটের জেদি দাগ দূর করা

নখকে পরিষ্কার এবং স্বাস্থ্যোজ্জ্বল রাখতে নখের ওপর সামান্য পেস্ট দিয়ে ব্রাশ করলে নখের হলুদ ভাব দূর হতে পারে।

নখ পরিষ্কার ও ঝকঝকে করা

রান্না করার সময় হাতে রসুন, পেঁয়াজ বা মাছের মতো তীব্র গন্ধ লেগে থাকলে সাবান দিয়ে ধোয়ার পর সামান্য টুথপেস্ট দিয়ে হাত ধুয়ে নিন। দুর্গন্ধ দূর হয়ে যাবে।

হাতের দুর্গন্ধ দূর করা

চা বা কফির কারণে কাপ বা মগের ভেতরে জেদি দাগ তৈরি হলে টুথপেস্ট লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ঘষে পরিষ্কার করলে দাগ সহজেই উঠে যাবে।

কাপ বা মগের জেদি দাগ পরিষ্কার

বাথরুম বা রান্নাঘরের স্টিল বা অন্য ধাতুর কল এবং বেসিনে জলের দাগ পড়লে টুথপেস্ট ব্যবহার করে পরিষ্কার করলে সেগুলি চকচকে হয়ে ওঠে।

ধাতব কল বা বেসিন ঝকঝকে করা