11 NOVEMBER, 2025
শীতকালে চুলে তেল লাগানো ভাল নাকি খারাপ?
Image Credits: Getty Images, Canva
TV9 Bangla Desk
শীতকালে বাতাস শুকনো থাকায় চুলের প্রাকৃতিক তেল দ্রুত কমে যায়। নিয়মিত তেল লাগালে চুলের আর্দ্রতা ধরে থাকে এবং রুক্ষতা কমে।
চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে
তেল ম্যাসাজ করলে রক্তসঞ্চালন বাড়ে, ফলে চুলের গোড়া শক্ত হয়। শীতে চুল পড়া কমাতে এটি কার্যকর হতে পারে।
স্ক্যাল্প পুষ্টি পায়
ঠান্ডায় চুল সহজেই ফ্রিজি হয়ে যায়। সামান্য তেল লাগালে চুলের কিউটিকল স্মুথ থাকে, ফলে চুল ফ্রিজি হয় না।
ফ্রিজিভাব কমায়
কিছু তেল যেমন নারকেল বা নিমের তেল অ্যান্টিফাঙ্গাল। নিয়মিত ব্যবহার স্ক্যাল্পের শুষ্কতা কমিয়ে খুশকি নিয়ন্ত্রণে সাহায্য করে।
খুশকি কমাতে সাহায্য করতে পারে
অয়েলি স্ক্যাল্পে অতিরিক্ত তেল লাগালে ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে, ফলে স্ক্যাল্পে জ্বালা বা ব্রণও হতে পারে। তাই এরা কম ব্যবহার করলে ভাল।
যাদের স্ক্যাল্প খুব তেলতেলে, তাদের জন্য সবসময় নয়
খুব বেশি তেল লাগালে বা দীর্ঘক্ষণ রেখে দিলে ধুলো-ময়লা আটকে স্ক্যাল্প নোংরা হয়। এতে চুল পড়া বাড়তেও পারে।
ভুলভাবে তেল লাগালে উল্টো ক্ষতি হয়
হালকা গরম তেল শীতকালে রক্তসঞ্চালন ও পুষ্টি বাড়ায়। এটি শুষ্ক স্ক্যাল্পে আরাম দেয় এবং চুলকে নরম করে।
গরম তেল চুলের জন্য উপকারী
তেল চুলকে ঠান্ডা-শুষ্ক আবহাওয়ার ক্ষতি থেকে রক্ষা করে। বিশেষ করে যারা বাইরে বেশি যান, তাদের জন্য এটি উপকারী।
চুলে প্রাকৃতিক সুরক্ষা স্তর তৈরি হয়
খুব বেশি তেল লাগালে একাধিকবার শ্যাম্পু করতে হয়, তাতে স্ক্যাল্প আরও শুকিয়ে যায়। তাই মাঝারি পরিমাণই আদর্শ।
অতিরিক্ত তেল যে সমস্যা করতে পারে
কেশরের জাদুতে ত্বক হবে আরও টানটান, উজ্জ্বল ও মসৃণ
দাগ, ব্রণ, রুক্ষভাব— সব সমস্যার সমাধান করবে সজনে পাতা
ত্রিফলা সেবনে মিলবে বিরাট ফল, শীতে সুস্থ থাকার এক আয়ুর্বেদিক রহস্য
আরও ওয়েব স্টোরি