7th July, 2025

এক্সটেনশন কর্ডের অতিরিক্ত ব্যবহার ডাকতে পারে বড় বিপদ! শীঘ্রই সাবধান হন

TV9 Bangla 

Credit - Getty Images 

অনেকের বাড়িতে দেখা যায় বেশ কয়েকটি যন্ত্রপাতির জন্য এক্সটেনশন কর্ড ব্যবহার করা হয়। তবে এক্সটেনশন কর্ডের নির্দিষ্ট ক্ষমতা রয়েছে।

আবার অনেক সময় এও দেখা যায় যে, প্লাগ না থাকার ফলে বেশি বিদ্যুৎ খরচ হয় তেমন যন্ত্র চালানোর ক্ষেত্রেও এক্সটেনশন কর্ড অনেকে ব্যবহার করেন।

সঠিক উপায়ে এক্সটেনশন কর্ড ব্যবহার না করতে পারলে মারাত্মক বিপদের সম্ভবনা রয়েছে। জেনে নিন কীভাবে এক্সটেনশন কর্ড ব্যবহার করলে ঝুঁকির সম্ভবনা কমবে।

কম বিদ্যুৎ লাগে যেমন - মোবাইল, ল্যাপটপ, মিউজিক সিস্টেম ব্যবহারের জন্য এক্সটেনশন কর্ড ব্যবহার করা যায়। কিন্তু ফ্রিজ, এসি, মাইক্রোওয়েভের জন্য এক্সটেনশেন কর্ড ব্যবহার করা উচিত নয়।

ওই সব যন্ত্র ব্যবহারে বেশি বিদ্যুৎ লাগে। তাই দীর্ঘ সময় এক্সটেনশন কর্ড ব্যবহার করলে প্লাগ গরম হয়ে আগুন লেগে যেতে পারে।

এক্সটেনশন কর্ড ব্যবহারের ক্ষেত্রে বর্ষাকালে অতি অবশ্যই বাড়তি নজর দিতে হয়। কারণ কোনওভাবে বৃষ্টির জল এক্সটেনশন কর্ডে লাগলে তা থেকে শট সার্কিট হতে পারে।

এক্সটেনশন কর্ডের যে তার, তাতে যেন টান না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ, তার ছোট হলে তা থেকে যে কোনও দুর্ঘটনা ঘটতে পারে।

চাদর, কার্পেটের পাশে এক্সটেনশন কর্ড ব্যবহার করা বেশ ঝুঁকির। কারণ, তা অতিরিক্ত গরম হয়ে সেখান থেকে আগুন লেগে যাওয়ার সম্ভবনা থাকে।