3 August, 2025

নিয়মিত দূর্বা ঘাস খেলে কী হয় জানেন?

Credit - Getty Images

TV9 Bangla

Getty

দূর্বা এই ঘাস যেমন দেখতে যেমন সুন্দর, তেমনই হিন্দু ধর্মে এর তাৎপর্যও প্রচুর। বিয়ে, ভাইফোঁটা, জন্মদিন- যে কোনও শুভ অনুষ্ঠানে আর্শীবাদের সময় এই দূর্বা ঘাস ব্যবহার করা হয়।

আর্শীবাদে দূর্বা

শুধু আর্শীবাদ নয়, এই দূর্বা আবার পুজোতেও লাগে। গণেশকে রোজ দূর্বা নিবেদন করার রীতি রয়েছে। কোনও পুজোই দূর্বা ছাড়া হয় না। সবুজ এই দূর্বা ঘাস দেখতেও খুব ভাল লাগে। মনে হয় যেন সবুজ গালিচা বিছানো রয়েছে।

পুজোয় দূর্বা

তবে জানেন কি শুধুমাত্র পুজোর কাজেই নয় এই ঘাস ব্যবহার করা যায় স্বাস্থ্যরক্ষার্থেও। যে কোনও যৌন রোগ, লিভারের সমস্যায়, কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যবহার করা হয় এই দূর্বা ঘাস।

স্বাস্থে দূর্বা

ধরুন শরীরে কোনও চর্মরোগ রয়েছে। যেমন একজিমা, বিভিন্ন চুলকানি ইত্যাদি সব কিছু নিরাময়ে এই দূর্বা ঘাসের গুণাগুণ অপরিসীম।

চর্মরোগে দূর্বা

চর্মরোগে দূর্বা

বাড়িতে হয়ত কোনও ওষুধ নেই। এদিকে কারও হাত-পা কেটে গেল। সেই সময় ঘরে যদি দূর্বা ঘাস থাকে তাহলে তা ঘষে কাটা স্থানে লাগিয়ে দিলে উপকার মেলে।

হাত কাটলে দূর্বা

গ্যাস অম্বলের সমস্যা যাঁদের রয়েছে তাঁরা যদি দূর্বা ঘাস খান তাহলে তাঁদের বদহজম, কোষ্ঠকাঠিন্য দূর হবে।

গ্যাস-অম্বলে দূর্বা

অনেক সময় এই দূর্বা ঘাস মানসিক রোগের চিকিৎসাতেও ব্যবহৃত হয়। এই ঘাস রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, অনিদ্রা দূর করতে সাহায্য করে। এমনকী অ্যানিমিয়া প্রতিরোধ করে।

মানসিক রোগে দূর্বা