01 October, 2025
ঠাকুর দেখতে গিয়ে সাদা জামায় কাদার দাগ? ঘরোয়া টিপসে ফেরান পুরনো উজ্জ্বলতা
Image Credits: Pinterest, Canva
TV9 Bangla Desk
সম্ভব হলে কাদা লেগে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। যাদে কাদার দাগ কাপড়ে স্থায়ী হয় না।
তৎক্ষণাৎ জল দিয়ে ধোয়া
জামাতে কাদার দাগের জায়গায় লেবুর রস ভালভাবে মাখিয়ে ১৫ মিনিট রেখে তারপর ধুয়ে নিন। লেবুর প্রাকৃতিক অ্যাসিড দাগ হালকা করবে।
লেবুর রসের ম্যাজিক
বেকিং সোডা ও অল্প জল মিশিয়ে পেস্ট বানিয়ে কাদার দাগে লাগান, শুকিয়ে গেলে ব্রাশ করে ধুয়ে ফেলুন।
বেকিং সোডার মিশ্রণ
ভিনিগার ও জল সমান ভাগে মিশিয়ে জামার কাদা দাগে স্প্রে করুন, ১০ মিনিট রেখে সাধারণ সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
সাদা ভিনিগারের ব্যবহার
ডিটারজেন্টে সামান্য লবণ মিশিয়ে নিন। এরপর জামার যেখানে কাদা লেগেছে সেই জায়গাটা ঘষলে কাদা ও দাগ দুটোই সহজে উঠে যায়।
ডিটারজেন্ট ও লবণের মিশ্রণ
সাদা জামা ১ ঘণ্টা দুধে ভিজিয়ে রেখে তারপর সাধারণ নিয়মে ধুলে দাগ অনেকটাই হালকা হয়ে যাবে।
দুধে ভিজিয়ে রাখা
১ ভাগ হাইড্রোজেন পারঅক্সাইড ও ২ ভাগ জল মিশিয়ে হালকা হাতে দাগে লাগান। খুব জেদি দাগেও কার্যকর।
হাইড্রোজেন পারঅক্সাইড (ঘরোয়া ব্লিচ)
জামা পরিষ্কার করার পর সরাসরি রোদে জামা শুকালে প্রাকৃতিকভাবেই জামার সাদা রং উজ্জ্বল হয়।
সূর্যের আলোতে শুকানো
এই টিপসগুলো একদম ঘরোয়া ও নিরাপদ। আর নিয়মিত ব্যবহার করলে আপনার সাদা জামা সবসময় থাকবে একেবারে নতুনের মতো উজ্জ্বল।
ঝুঁকিহীন টিপস
পুজোয় নতুন জুতো পরে ফোস্কা? রাতারাতি আরাম পেতে মানুন এই টিপস
বাড়িতে সহজে বানান বোটক্স জেল, ত্বকের জেল্লা সকলের নজর কাড়বে
ত্বকে দ্রুত উজ্জ্বলতা চাই? কফিই করবে ম্যাজিক
আরও ওয়েব স্টোরি