18 October, 2025 

দিওয়ালি পার্টিতে নজর কাড়তে চান? এই কায়দা মানতে পারেন

Image Credits: Pinterest

TV9 Bangla Desk

গোল্ড, রেড, মেরুন, মাস্টার্ড, কিংবা রয়্যাল ব্লু, দিওয়ালির জন্য আদর্শ রঙ। তবে পুরো সাজে যেন একটিই রঙ প্রাধান্য পায়, যাতে লুক অতিরিক্ত না লাগে।

রঙে থাকুক উজ্জ্বলতা আর ভারসাম্য

লেহেঙ্গা স্কার্টের সঙ্গে ক্রপ টপ, সিল্ক শাড়ির সঙ্গে বেল্ট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনেই আসুক গ্ল্যামার।

এথনিক ফিউশনই এখন ট্রেন্ড

ভারী সেট নয়, বরং একটিমাত্র স্টেটমেন্ট পিস, যেমন বড় কুন্দন ইয়াররিং বা চকচকে চোকারই হোক কেন্দ্রবিন্দু।

জুয়েলারিতে থাকুক স্টেটমেন্ট পিস

দ্যুতি ছড়ানো বেস, গোল্ডেন আইশ্যাডো, নিউড লিপস্টিক, দিওয়ালি লুকের জন্য পারফেক্ট কম্বিনেশন।

মেকআপে রাখুন গোল্ডেন গ্লো

ওয়েভি হেয়ার বা ফিশটেল ব্রেইডে ফুলের ক্লিপ কিংবা ছোট ঝিলমিলে পিন লাগিয়ে আনুন উৎসবের মেজাজ।

চুলের স্টাইলে একটু এক্সপেরিমেন্ট

গোল্ড গ্লিটার, লাল বা মেরুন টোনে নেইলপলিশে তৈরি করুন ফেস্টিভ টাচ, ছোট্ট হলেও দারুণ ইমপ্রেসিভ!

নেইল আর্টে দিওয়ালি ভাইবস

পুটলি ব্যাগ, ঝুমকা বা আয়নাযুক্ত জুতো, এই ছোট ছোট উপকরণই দিওয়ালির পুরো সাজকে সম্পূর্ণ করে।

অ্যাক্সেসরিতে থাকুক ভারতীয় ছোঁয়া

নেহরু জ্যাকেটের সঙ্গে কুর্তা-পায়জামা বা ধুতি, আর পকেটে একটি ব্রোচ বা রুমাল, যা দেখলে লাগবে অল্পেই অভিজাত ভাব।

পুরুষদের সাজেও থাকুক রাজকীয় ভাব

যে কোনও সাজকেই উজ্জ্বল করে তোলে আত্মবিশ্বাস। তাই সঠিক পোশাকের সঙ্গে যদি থাকে হাসিমুখ, তাহলেই উৎসবের সাজ পূর্ণতা পাবে।

শেষ টাচে থাকুক হাসি আর আত্মবিশ্বাস