29 October, 2025 

শীতের পোশাকে স্যাঁতসেঁতে গন্ধ? ঘরোয়া উপায়ে দূর করার ৯ জাদুকরী টিপস

Image Credits:  Pinterest, Canva

TV9 Bangla Desk

পোশাকগুলো ব্যবহারের আগে কমপক্ষে কয়েক ঘণ্টা হালকা রোদ ও খোলা হাওয়ায় (সরাসরি কড়া রোদ নয়) ঝুলিয়ে দিন। এটি সবচেয়ে সহজ ও কার্যকর উপায়।

খোলা হাওয়া ও রোদ

একটি ছোট পাত্রে বা কাপড়ের ব্যাগে বেকিং সোডা ভরে পোশাক রাখার আলমারির ভিতরে বা পাশে রেখে দিতে পারেন। বেকিং সোডা খারাপ গন্ধ শুষে নিতে পারে।

বেকিং সোডার ব্যবহার

এক ভাগ সাদা ভিনেগারের সঙ্গে ৩ ভাগ জল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। পোশাক থেকে সামান্য দূরত্বে এই মিশ্রণটি স্প্রে করে শুকিয়ে নিন। ভিনেগার প্রাকৃতিক গন্ধনাশক হিসেবে কাজ করে।

সাদা ভিনেগারের স্প্রে

সামান্য জলের সঙ্গে ল্যাভেন্ডার, টি ট্রি বা ইউক্যালিপটাসের মতো পছন্দের এসেনশিয়াল অয়েলের কয়েক ফোঁটা মিশিয়ে পোশাকে হালকা স্প্রে করুন। বা তুলোয় মিশিয়ে আলমারিতে রেখে দিন।

এসেনশিয়াল অয়েল প্রয়োগ

জামাকাপড়ের স্তুপের ভাঁজে ভাঁজে মোড়ক খোলা সুগন্ধিযুক্ত সাবানের বার (যেমন - ল্যাভেন্ডার বা গোলাপের) রাখতে পারেন। যা পোশাকের মধ্যে সতেজ সুবাস ভরে তুলবে।

সুগন্ধি সাবানের বার

আলমারির তাকে বা ড্রয়ারে পুরনো খবরের কাগজ বিছিয়ে দিন। খবরের কাগজ পরিবেশের অতিরিক্ত আর্দ্রতা এবং বাজে গন্ধ দ্রুত শোষণ করে নেয়।

খবরের কাগজ ব্যবহার

যদি সম্ভব হয়, তা হলে শুধু গন্ধ দূর করার জন্য একবার হালকা ডিটারজেন্ট এবং একটি ভাল ফ্যাব্রিক কন্ডিশনার ব্যবহার করে দ্রুত পোশাকগুলি ধুয়ে নিতে পারেন।

পুনরায় ধোওয়ার কৌশল

ছোট কাপড়ের ব্যাগে কিছু অ্যাকটিভেটেড চারকোল বা কাঠকয়লা ভরে আলমারির ভিতরে রাখুন। এটিও বেকিং সোডার মতো কার্যকরভাবে দুর্গন্ধ টেনে নেয়।

কাঠকয়লা বা চারকোল

আলমারির ভিতরে সিডার কাঠের বল বা ব্লক রাখুন। সিডার কাঠ শুধুমাত্র একটি সতেজ সুবাসই দেয় না, একই সঙ্গে এটি পোকা থেকেও পোশাককে সুরক্ষিত রাখে। এছাড়া ন্যাপথলিন ব্যবহার করতে পারেন।

সিডার কাঠ বা ন্যাপথলিন