দু'মুখো চুলের সমস্যায় তিতিবিরক্ত? ঘরোয়া উপায় কাজে লাগিয়ে পান সমাধান
Credit - Unsplash, Getty Images
TV9 Bangla
অনেকের দেখা যায় দু'মুখো চুলের (Split Ends) সমস্যা। যা মূলত অতিরিক্ত হিট দেওয়া (স্ট্রেটনার, ব্লো ড্রায়ার), কেমিক্যাল ট্রিটমেন্ট আর পর্যাপ্ত যত্নের অভাবের জন্য হয়।
দু'মুখো চুল
বেশ কিছু ঘরোয়া উপায় মানলে সমাধান মেলে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে দু'মুখো চুলের সমস্যার সমাধান মিলবে।
দু'মুখো চুলের সমস্যা
২ টেবিল চামচ নারকেল তেল ও ১ টেবিল চামচ মধু। মিশ্রণটি চুলের ডগায় লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
নারকেল তেল ও মধুর হেয়ার প্যাক
১টা ডিমের কুসুম ও ১ চামচ অলিভ অয়েল মেশান। পুরো চুলে লাগিয়ে ২০-২৫ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুলের গঠন মজবুত হয়, ডগা ফেটে যায়।
ডিম ও অলিভ অয়েল মাস্ক
টাটকা অ্যালোভেরা জেল চুলের ডগায় লাগিয়ে রাখুন অন্তত ৩০ মিনিট। অ্যালোভেরা চুলে আর্দ্রতা যোগায় ও দু'মুখো চুল সারাতে সাহায্য করে।
অ্যালোভেরা জেল
হাফ পাকা কলা ও ১ চামচ টক দই একসঙ্গে মেশান। তা ভালো করে চুলে লাগান। ৩০–৪৫ মিনিট রেখে ধুয়ে নিন। চুল নরম হবে ও ক্ষতিগ্রস্ত ডগা মেরামত করবে।
পাকা কলা ও দইয়ের মাস্ক
যত ঘরোয়া প্যাকই ব্যবহার করুন না কেন, পুরনো ফাটা ডগা কেটে না ফেললে চুল পুরোপুরি ভালো হয় না। প্রতি ২ মাসে একবার হালকা ট্রিম করিয়ে নিন।
ট্রিম করাতে হবে
গরম জল দিয়ে চুল ধোবেন না। ভেজা চুল আঁচড়াবেন না। রোদে বেশি সময় থাকলে স্কার্ফ বা ছাতা ব্যবহার করুন। সপ্তাহে ২-৩ বার হালকা গরম তেল মালিশ করুন।