বিয়ের মরসুমে মেহেন্দির রং আরও গাঢ় চান? মানুন এই সহজ টিপস
Image Credits: Canva
TV9 Bangla Desk
মেহেন্দি লাগানোর আগে হাত ভাল করে সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। মনে রাখবেন, হাতে কোনও তেল, লোশন বা ময়েশ্চারাইজার থাকলে মেহেন্দির রং ভাল করে বসবে না।
হাত পরিষ্কার করুন
মেহেন্দি কমপক্ষে ৬ থেকে ৮ ঘণ্টা হাতে রাখতে হবে। সম্ভব হলে সারারাত রেখে দিন। যত বেশি সময় মেহেন্দি হাতে থাকবে, রং তত গাঢ় হবে।
অপেক্ষা করুন
এই দুই উপাদান দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মেহেন্দি শুকিয়ে যাওয়ার পর তা একটি তুলোর বলের সাহায্যে আলতো করে মেহেন্দির ওপর ড্যাব করুন। এতে রং বসতে সাহায্য করবে।
লেবু-চিনির মিশ্রণ
মেহেন্দি শুকিয়ে গেলে একটি গরম লোহার কড়াইয়ের উপর কয়েকটি লবঙ্গ রেখে তার থেকে বের হওয়া ধোঁয়া (বাষ্প) হাতে লাগান। এই তাপ মেহেন্দির রং গাঢ় করতে সাহায্য করে। তবে সাবধানে করবেন।
ধোঁয়া বা তাপ ব্যবহার
মেহেন্দি যখন পুরোপুরি শুকিয়ে যাবে, তখন জল ব্যবহার না করে হালকা ধারালো কিছু দিয়ে সাবধানে বা হাত ঘষে মেহেন্দিকে তুলে (স্ক্র্যাপ করে) ফেলুন। জল দিয়ে ধুলে রং হালকা হয়ে যায়।
স্ক্র্যাপ করুন, ধোবেন না
মেহেন্দি তুলে ফেলার পর হাতে সর্ষের তেল, ইউক্যালিপটাস তেল মেখে নিন। তেল বা বামের উষ্ণতা রংকে গাঢ় করতে সাহায্য করে।
সর্ষের তেল বা বাম ব্যবহার
মেহেন্দি তোলার পরের ১২ থেকে ২৪ ঘণ্টা কোনওভাবেই হাতে জল দেবেন না। বাসন মাজা, স্নান করা বা হাত ধোওয়ার কাজগুলি এই সময়ের জন্য যতটা সম্ভব এড়িয়ে চলুন।
জল এড়িয়ে চলুন
যদি জল ব্যবহার করতেই হয়, তবে হালকা বা ঠান্ডা জল ব্যবহার করুন। অতিরিক্ত গরম জল বা সাবান মেহেন্দির রং দ্রুত ফ্যাকাশে করে দেয়।
প্রথমেই গরম জল নয়
মেহেন্দির আসল এবং চূড়ান্ত রং দেখা যায় এটি তোলার ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর। তাই রং হালকা লাগলেও ভয় পাবেন না। সময় দিন, দেখবেন রং গাঢ় হয়ে গিয়েছে।