21 September, 2025
সারাদিন প্যান্ডেল হপিংয়ের প্ল্যান, মেকআপ টিকিয়ে রাখবেন কীভাবে?
Image Credits: Pinterest, Canva
TV9 Bangla Desk
ফেস ওয়াশ, টোনার, হালকা ময়েশ্চারাইজার ঠিক করে ব্যবহার করতে হবে, যাতে মেকআপ সেট হয় ভালভাবে।
ভাল স্কিন প্রেপ
ত্বক ম্যাট ও স্মুথ রাখতে প্রাইমার ব্যবহার করতে হবে। নিজের গায়ের রং অনুযায়ী টোন বেছে নিন। তাতে মেকআপ দীর্ঘস্থায়ী হবে।
প্রাইমার ব্যবহার করুন
হালকা কভারেজ নিন। এমনভাবে ফাউন্ডেশন বা বিবি ক্রিম লাগান, যাতে ঘামে ভারী না লাগে।
লাইটওয়েট ফাউন্ডেশন/বিবি ক্রিম
শুধু ডার্ক সার্কেল ও দাগ ঢেকে দেওয়ার জন্য কনসিলার লাগান, পুরো মুখে লাগিয়ে ভারী করবেন না।
কনসিলার প্রয়োগ করুন
যদি কমপ্যাক্ট/লুজ পাউডার ব্যবহার করেন, তা হলে টি-জোনে অয়েল কন্ট্রোল করবে, সারাদিন ফ্রেশ লুক দেবে।
কমপ্যাক্ট/লুজ পাউডার
কাজল, মাসকারা ও আইলাইনার অবশ্যই ওয়াটারপ্রুফ ব্যবহার করতে হবে। তা হলে বেশি ঘেমে গেলে মেকআপ মুছবে না।
ওয়াটারপ্রুফ আই মেকআপ
পুজোয় ঠোঁট থাকুক উজ্জ্বল। ম্যাট লিকুইড লিপস্টিক বেছে নিন। তা হলে খাবার খেলেও সহজে নষ্ট হবে না।
লং লাস্টিং লিপ কালার
পুরো মেকআপ প্রসেস সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তা ফিক্স করার জন্য সেটিং স্প্রে ব্যবহার করুন।
সেটিং স্প্রে ব্যবহার করুন
এই টিপস মেনে মেকআপ করলে সারাদিন ঘোরা, খাওয়াদাওয়া ও আড্ডা... সবকিছুর মাঝেই আপনি থাকবেন ঝলমলে ও ফ্রেশ।
মাথায় রাখবেন
দেবী দুর্গাকে কোন দেবতা দিয়েছিলেন কোন অস্ত্র?
দুর্গাষ্টমীতে শাড়ি পরার প্ল্যান করছেন? এই ট্রিকস ট্রাই করতে পারেন
নবরাত্রির প্রথম দিন হয় শৈলপুত্রীর পুজো, কোন মন্ত্রোচ্চারণ করবেন?
আরও ওয়েব স্টোরি