আজকাল অনেকেই স্প্লিট এন্ডের সমস্যায় ভোগেন। চুলের ডগা ফেটে গেলে চুল আর বড় হতে চায় না। জেনে নিন ৭ দিনের স্প্লিট এন্ড রিপেয়ার হেয়ার রুটিন।
স্প্লিট এন্ডের সমস্যা
ডিপ অয়েল ম্যাসাজ করতে হবে। নারকেল তেল ও বাদাম তেল ১:১ অনুপাতে মিশিয়ে হালকা গরম করুন। মাথার স্ক্যাল্প ও ডগায় লাগিয়ে ৩০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পুতে ধুয়ে ফেলুন। চুল উজ্জ্বল ও নরম হবে।
প্রথম দিন
প্রোটিন প্যাক লাগাতে হবে। ১টি ডিম, ২ চামচ অলিভ অয়েল, ১ চামচ মধু মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রোটিন চুলকে মজবুত করে ডগা মেরামত করবে।
দ্বিতীয় দিন
বিশেষভাবে চুল পরিষ্কার করতে হবে। ১ কাপ জলে ২ চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে শ্যাম্পুর পর চুলে ঢালুন। ২ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে চুলের ডগা ফাটা প্রতিরোধ হবে।
তৃতীয় দিন
ময়েশ্চারাইজার মাস্ক লাগান। ২ চামচ দই, ১ চামচ মধু, ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে লাগান। ২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চুলে গভীর আর্দ্রতা দেয়। তাই চুল নরম হয় ও ফাটা রোধ করবে।
কলা, বাদাম তেলের মাস্ক। ১টি পাকা কলা, ১ চামচ বাদাম তেল ও ১ চামচ মধু ব্লেন্ড করে লাগান। ৩০ মিনিট রাখুন। তারপরে ধুয়ে ফেলুন। কলার পটাসিয়াম চুলে স্থিতিস্থাপকতা আনবে।
ষষ্ঠ দিন
নো-ওয়াশ ডে হিসেবে মানুন এই দিনটিকে। চুলে দিন সিরাম প্রোটেকশন। চুল না ধুয়ে শুধু কন্ডিশনার বা সিলিকন-ফ্রি সিরাম ডগায় লাগান। ডগা শুষ্ক হওয়া থেকে রক্ষা পাবে।