19 September, 2025

৭ দিনেই ফিরবে চুলের জেল্লা, জানুন কীভাবে

Image Credits: Canva, Getty Images 

TV9 Bangla Desk

প্রথমে সালফেট-ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে নিন। এর ফলে মাথার ত্বকে ও চুলে জমে থাকা ময়লা, ধুলো, তেল সব দূর হবে।

দিন ১ – গভীর পরিষ্কার

অ্যাভোকাডো, দই আর মধু মিশিয়ে একখানা হেয়ার মাস্ক বানিয়ে নিন। তা লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এর ফলে চুল হবে নরম ও মোলায়েম।

দিন ২ – পুষ্টিকর হেয়ার মাস্ক

নারকেল তেল বা বাদাম তেল হালকা গরম করে স্কাল্পে ভাল করে ম্যাসাজ করুন। এর ফলে মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়বে, চুলের গোড়াও শক্ত হবে।

দিন ৩ – তেল মালিশ

শ্যাম্পুর পর গ্রিন টি বা মেথি ভেজানো জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে। চুলে এটি প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে।

দিন ৪ – ভেষজ পদার্থ দিয়ে ধোয়া

প্রতিদিনের খাবারে রাখতে হবে ভিটামিন-ই, ওমেগা–৩ ও প্রোটিন সমৃদ্ধ খাবার (যেমন - ডিম, মাছ, বাদাম, বীজ ও শাকসবজি)। স্বাস্থ্যকর ডায়েট মানলে প্রভাব সরাসরি চুলে পড়ে।

দিন ৫ – ভেতর থেকে পুষ্টি

স্ট্রেস ও কম ঘুমের ফলে চুল ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। তাই অন্তত ৭–৮ ঘণ্টা ভাল করে ঘুমোলে চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে।

দিন ৬ – পর্যাপ্ত ঘুম

চুলে ভাল করে অ্যালোভেরা জেল বা সিরাম হালকা করে লাগাতে হবে। এর ফলে চুল মসৃণ হবে, সেইসঙ্গে জেল্লাও ফিরে আসবে।

দিন ৭ – অ্যালোভেরা জেল বা সিরাম

হিট স্টাইলিং (স্ট্রেটনার/কার্লার) এড়িয়ে চলুন। টাইট হেয়ারস্টাইল করবেন না, তাতে চুল ভাঙে।

কী এড়িয়ে চলবেন?

প্রচুর জল পান করতে হবে। কারণ শরীর হাইড্রেটেড থাকলে চুলও হবে স্বাস্থ্যকর। এভাবে নিয়ম মেনে চললে ৭ দিনেই চুলে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা ও প্রাণবন্ত লুক।

মাথায় রাখুন