9 August, 2025

ডার্ক সার্কেল, বলিরেখা সব হবে ভ্যানিশ! এভাবে লাগান কাঠবাদামের তেল

TV9 Bangla

Credit -  Pinterest 

শুধু নারীরাই নন, পুরুষরাও আজকাল ডার্ক সার্কেলের সমস্যায় ভোগেন। আর কোল্ড প্রেসড কাঠবাদামের তেল ডার্ক সার্কেল কমাতে কার্যকরী।

ডার্ক সার্কেলের সমস্যা

কাঠবাদামের তেল ভিটামিন ই সমৃদ্ধ। এটি চোখের নীচের ত্বকের কোষ মেরামত করে ও কালচে রঙ হালকা করতে সাহায্য করে।

ভিটামিন ই সমৃদ্ধ

কাঠবাদামের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি কমিয়ে ডার্ক সার্কেল হ্রাস করে।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ

কাঠবাদামের তেল ঠিক মতো মালিশ করলে চোখের চারপাশের কালচে ভাব কমিয়ে প্রাকৃতিক গ্লো আনে। সেই সঙ্গে আর্দ্রতা বজায় রাখে।

ত্বক উজ্জ্বল করে

কাঠবাদামের তেল হালকা ম্যাসাজ করলে চোখের নীচের রক্তপ্রবাহ বাড়ে। যার ফলে কালো দাগ ধীরে ধীরে হালকা হয়ে যায়।

রক্ত সঞ্চালন বাড়ায়

কাঠবাদামের তেল প্রোটিন ও খনিজে সমৃদ্ধ। যা ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগাতে সাহায্য করে।

প্রোটিন ও খনিজে সমৃদ্ধ

ঠিক করে কাঠবাদামের তেল ব্যবহা করলে ত্বকের বার্ধক্য ধীর করে, ফাইন লাইন ও বলিরেখা তৈরিতে বাধা দেয়।

ত্বকের বার্ধক্য ধীর করে

ঘুমোনোর আগে ঠিক করে কাঠবাদামের তেল লাগালে ত্বকে সারা রাত প্রভাব পড়ে। যার ফলে দ্রুত ভাল ফল মেলে, ডার্ক সার্কেল কমে যায়।

রাতভর পুষ্টি জোগায়