21 September, 2025

উজ্জ্বল, প্রাণবন্ত চুল চান? এই উপায়ে কারি পাতা লাগান 

Image Credits: Pinterest, Canva  

TV9 Bangla Desk

নারকেল বা তিলের তেলের সঙ্গে কারি পাতা ফুটিয়ে ব্যবহার করতো হবে। চুল পড়া কমবে ও গোড়া মজবুত হয়।

কারি পাতা তেল

তাজা কারি পাতা ভাল করে বেটে সরাসরি স্ক্যাল্পে লাগাতে পারেন। তা হলে খুশকি নিয়ন্ত্রণে থাকে।

কারি পাতার মিশ্রণ

মেথি ভিজিয়ে কারি পাতার সঙ্গে বেটে হেয়ার প্যাক বানিয়ে চুলে লাগাতে পারেন। তা হলে চুল হয় ঘন।

কারি পাতা ও মেথি 

দইয়ের সঙ্গে মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে তা স্ক্যাল্পে লাগালে মাথার ত্বক ঠান্ডা হয় ও চুল হয় মসৃণ।

কারি পাতা ও দই

কারি পাতা জলে ফুটিয়ে ঠান্ডা করে শেষ চুল ধোয়ার জলে ব্যবহার করলে চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে।

কারি পাতা ফোটানো জল

শুধুই চুল ঝরে পড়ছে? কারি পাতা ও পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে মাথায় লাগালে নতুন চুল গজাতে সাহায্য করে।

কারি পাতা ও পেঁয়াজের রস

হেনার সঙ্গে কারি পাতা মিশিয়ে ব্যবহার করলে চুলের রং গাঢ় হয়। সেই সঙ্গে অকালপক্কতা আটকায়।

কারি পাতা ও হেনা

কারি পাতা এবং অ্যালোভেরা জেল মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করলে চুলের রুক্ষভাব দূর হয়।

কারি পাতা ও অ্যালোভেরা জেল

শুকনো কারি পাতা গুঁড়ো করে দই বা তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে চুল হয় মজবুত, ভেতর থেকে পুষ্টি মেলে।

কারি পাতা গুঁড়ো