27 July, 2025

অতিরিক্ত নয়, ঠিক কতটা সিরাম লাগালে ত্বকের জেল্লা উপচে পড়বে?

Credit - Canva 

TV9 Bangla

অতীতে ত্বকের যত্নে সিরামের খুব একটা চল ছিল না। দিনদিন মুখে সিরাম ব্যবহারের পরিমাণ দ্রুত বাড়ছে। তাতে ত্বক উজ্জ্বল হচ্ছে।

ফেস সিরাম

মুখে সিরাম তো অনেকেই লাগান। সঠিক নিয়ম না মানলে ত্বকের বারোটা বাজতে পারে। কারণ ভুল উপায়ে সিরাম লাগালে ত্বকে ভালো প্রভাব পড়ে না।

সঠিক নিয়ম

সকলের উচিত নিজের ত্বকের ধরন অনুযায়ী সিরাম বেছে নেওয়া। না হলে ত্বক জ্বালা হয়। ফুসকুড়ির সমস্যাও হতে পারে।

কোন সিরাম লাগাবেন?

প্রথমেই মুখ পরিষ্কার করতে হবে। একটি মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের ধুলো, তেল, মেকআপের অবশিষ্ট অংশ দূর হবে ও ত্বক সিরাম শোষণ করতে পারবে।

কীভাবে সিরাম লাগাবেন?

টোনার ত্বকের পিএইচ ব্যালেন্স করে। একটি তুলোর প্যাডে টোনার নিয়ে মুখে আলতো করে লাগান। এটি লাগানোর পর সিরাম লাগালে ভালোভাবে কাজ করে।

টোনার লাগান

সিরাম ব্যবহারের ক্ষেত্রে পরিমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি সিরাম লাগালে বেশি ভালো ফল পাওয়া যায়, তা কিন্তু নয়। সিরাম লাগানোর জন্য ২–৩ ফোঁটাই যথেষ্ট।

কতটা সিরাম লাগাবেন?

আঙুলের ডগায় বা ড্রপার দিয়ে হাতে ২–৩ ফোঁটা সিরাম নিন। এরপর মুখে ছোট ছোট বিন্দুর মতো ছড়িয়ে দিন। তারপর আলতো করে ট্যাপ করে লাগান, ঘষবেন না।

কীভাবে লাগাবেন সিরাম?

সকালে ও রাতে ঘুমোনোর আগে সিরাম ব্যবহার করতে পারেন। চোখ ও ঠোঁটের খুব কাছে দেবেন না। তা হলে জ্বলুনি হতে পারে।

কখন সিরাম ব্যবহার করবেন?